কলকাতা, 24 মার্চ : রক্ত পরীক্ষা করার নাম করে খাস কলকাতায় রোগিণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল গ্রুপ ডির কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের। ইতিমধ্যে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম সতীশ সিংহ।
শারীরিক অসুস্থতা বোধ করায় উত্তর 24 পরগনার হাড়োয়ার এক দম্পতি যান ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসকরা রক্ত পরীক্ষা করার নির্দেশ দেন ৷ রক্ত পরীক্ষার জন্য ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের উল্টো দিকের একটি বহুতলে যান ওই মহিলা।