কলকাতা, 30 এপ্রিল : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পর এবার পঞ্চসায়রের বেসরকারি একটি হাসপাতাল । উপসর্গহীন কোরোনা আক্রান্তদের নিয়ে চিন্তা বাড়ছে বিভিন্ন হাসপাতালে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের এক চিকিৎসক কোরোনা আক্রান্ত হওয়ার জেরে প্রশ্ন উঠেছে, উপসর্গহীন কোরোনা আক্রান্তর সেখানে চিকিৎসা হয়েছে কি না । তেমনই এবার একই প্রশ্ন উঠল পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালেও । ওই হাসপাতালের দু'জন চিকিৎসক, একজন নার্স এবং দু'জন স্বাস্থ্যকর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন । এই পাঁচজনের কেউই আইসোলেশন ওয়ার্ডে কর্মরত ছিলেন না । তাঁরা হাসপাতালের ইনডোর, আউটডোরে পরিষেবা দিয়েছেন ।
কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স-সহ অন্য কর্মীদের মধ্যেও কোরোনা সংক্রমণ ধরা পড়ছে । বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, ওই সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কোনও কোরোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে তাঁরা আক্রান্ত হয়েছেন । তবে, এবার উপসর্গহীন কোরোনা আক্রান্তদের নিয়ে চিন্তা বাড়ছে বিভিন্ন হাসপাতালে । আতঙ্ক ছড়িয়ে পড়ছে চিকিৎসক, নার্স সহ অন্য কর্মীদের মধ্যেও । গতকাল জানা গিয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও দুই চিকিৎসক কোরোনা আক্রান্ত হয়েছেন । এই দুই চিকিৎসকের একজন এই মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে কাজ করেছেন । কীভাবে তিনি আক্রান্ত হলেন, সেই বিষয়ে যথাযথ কোনও কন্ট্যাক্ট হিস্ট্রি খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে । যার জেরে প্রশ্ন উঠছে, কোরোনা আক্রান্ত উপসর্গহীন কোনও রোগীর কি চিকিৎসা হয়েছে প্রসূতি বিভাগে? তা হলে কি ওই রোগীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে?