কলকাতা, 2 অগাস্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি লেখেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের জন্য প্রার্থনা করছি । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ।"
আজ বিকেলে নিজেই টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অমিত শাহ । তিনি বলেন, "প্রাথমিক কিছু লক্ষ্ণণ থাকায়, আমি কোরোনার টেস্ট করিয়েছিলাম । তারপর জানতে পারি রিপোর্ট পজ়িটিভ । আমার শরীর আপাতত ঠিক আছে ।"এর কিছুক্ষণ পরই টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোরোনায় আক্রান্ত খবর পেলাম । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের জন্য প্রার্থনা করছি । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি । "