পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিসলেনিয়াস নিয়োগ পরীক্ষা দেবেন ? ক্লিক করুন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে আগেই প্রকাশ করা হয়েছিল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশনের বিজ্ঞপ্তি । এবার প্রকাশিত হল পরীক্ষার সিলেবাস সহ খুঁটিনাটি ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 11, 2019, 10:24 PM IST

Updated : Jun 11, 2019, 11:22 PM IST

কলকাতা, 11 জুন : মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশনের বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । এবার প্রকাশিত হল পরীক্ষার সিলেবাস সহ খুঁটিনাটি । পরীক্ষাটি হবে তিনটি ধাপে । প্রিলিমিনারি (অবজেকটিভ টাইপ), ফাইনাল (কনভেনশনাল-লিখিত) এবং পার্সোনালিটি টেস্ট । প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর ।

প্রিলিমিনারি প্রথম ধাপের এই পরীক্ষাটি হবে ২০০ নম্বরের । থাকবে ১০০টি মাল্টিপল চয়েস অবজেকটিভ টাইপ প্রশ্ন । প্রতি প্রশ্নের মান ২ । ২০০ নম্বরের মধ্যে ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানের । ৫০ নম্বর থাকবে অঙ্কের প্রশ্ন । পরীক্ষার সময় দেড়ঘণ্টা । প্রিলিমিনারি পরীক্ষাটি আসলে ফাইনাল পরীক্ষায় বসার ছাড়পত্র পাওয়ার পরীক্ষা । প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে গণ্য হবে না ।

ফাইনাল পরীক্ষা

দ্বিতীয় ধাপের এই পরীক্ষাটি হবে ৪৫০ নম্বরের । তিনটি পত্রে নেওয়া হবে এই পরীক্ষা । প্রথম পত্র – ইংরেজি । দ্বিতীয় পত্র- বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি । তৃতীয়পত্র- জেনারেল স্টাডিজ় ও অঙ্ক । প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের পরীক্ষা হবে দেড়ঘণ্টার । প্রতি পরীক্ষার পূর্ণমান ১৫০ নম্বর । তৃতীয় পত্রের পূর্ণমান ১৫০ (গ্রুপ এ – জেনারেল স্টাডিজ় ১০০ নম্বর এবং গ্রুপ বি অঙ্ক- ৫০ নম্বর) । দ্বিতীয় ধাপের পরীক্ষাটির তিনটি পত্রই হবে একদিনে ।

পার্সোনালিটি টেস্ট

পূর্ণমান ১০০ নম্বর । ফাইনাল পরীক্ষার রেজ়াল্টের উপর ভিত্তি করে সীমিত সংখ্যক প্রার্থীকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য ।

সিলেবাস

ক. জেনারেল স্টাডিজ় (প্রিলিমিনারি ও মেন)- বিভিন্ন ক্ষেত্রের সাধারণ জ্ঞান পরখ করা হবে । খ. অঙ্ক (প্রিলিমিনারি ও মেন) – পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে প্রশ্ন ।

প্রথম পত্র – ইংরেজি (ফাইনাল পরীক্ষা)

ক. প্রতিবেদন
খ. ইংরেজিতে অনুবাদ
গ. সামারি/প্রেসিজ়
ঘ. শব্দের সঠিক প্রয়োগ, সঠিক বাক্যগঠন, সমার্থক-বিপরীতার্থক শব্দ ইত্যাদি ।

দ্বিতীয় পত্র -বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি- (ফাইনাল পরীক্ষা)

ক. প্রতিবেদন রচনা
খ. ইংরেজি থেকে অনুবাদ
গ. গদ্যাংশ থেকে লিখন
ঘ. ব্যাকরণ

ফাইনাল পরীক্ষার প্রথম ও দ্বিতীয় পত্রের মান পশ্চিমবঙ্গের উচ্চ-মাধ্যমিক সিলেবাসের মানের সমতুল হবে ।

প্রার্থীরা মিসলেনিয়াস পরীক্ষার আবেদন করতে পারবেন www.pscwbapplication.in- এ । ১০ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । চলবে ১ জুলাই (রাত ১২ টা) পর্যন্ত ।

চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ইটিভি ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

Last Updated : Jun 11, 2019, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details