কলকাতা, 11 জুন : মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশনের বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । এবার প্রকাশিত হল পরীক্ষার সিলেবাস সহ খুঁটিনাটি । পরীক্ষাটি হবে তিনটি ধাপে । প্রিলিমিনারি (অবজেকটিভ টাইপ), ফাইনাল (কনভেনশনাল-লিখিত) এবং পার্সোনালিটি টেস্ট । প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর ।
প্রিলিমিনারি প্রথম ধাপের এই পরীক্ষাটি হবে ২০০ নম্বরের । থাকবে ১০০টি মাল্টিপল চয়েস অবজেকটিভ টাইপ প্রশ্ন । প্রতি প্রশ্নের মান ২ । ২০০ নম্বরের মধ্যে ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানের । ৫০ নম্বর থাকবে অঙ্কের প্রশ্ন । পরীক্ষার সময় দেড়ঘণ্টা । প্রিলিমিনারি পরীক্ষাটি আসলে ফাইনাল পরীক্ষায় বসার ছাড়পত্র পাওয়ার পরীক্ষা । প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে গণ্য হবে না ।
ফাইনাল পরীক্ষা
দ্বিতীয় ধাপের এই পরীক্ষাটি হবে ৪৫০ নম্বরের । তিনটি পত্রে নেওয়া হবে এই পরীক্ষা । প্রথম পত্র – ইংরেজি । দ্বিতীয় পত্র- বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি । তৃতীয়পত্র- জেনারেল স্টাডিজ় ও অঙ্ক । প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের পরীক্ষা হবে দেড়ঘণ্টার । প্রতি পরীক্ষার পূর্ণমান ১৫০ নম্বর । তৃতীয় পত্রের পূর্ণমান ১৫০ (গ্রুপ এ – জেনারেল স্টাডিজ় ১০০ নম্বর এবং গ্রুপ বি অঙ্ক- ৫০ নম্বর) । দ্বিতীয় ধাপের পরীক্ষাটির তিনটি পত্রই হবে একদিনে ।
পার্সোনালিটি টেস্ট
পূর্ণমান ১০০ নম্বর । ফাইনাল পরীক্ষার রেজ়াল্টের উপর ভিত্তি করে সীমিত সংখ্যক প্রার্থীকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য ।
সিলেবাস
ক. জেনারেল স্টাডিজ় (প্রিলিমিনারি ও মেন)- বিভিন্ন ক্ষেত্রের সাধারণ জ্ঞান পরখ করা হবে । খ. অঙ্ক (প্রিলিমিনারি ও মেন) – পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে প্রশ্ন ।