পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast Of Bengal : পশ্চিমী ঝঞ্ঝায় 'চুরি' শীত - শেষ হতে চলেছে শীতের আমেজ, বৃষ্টিতে ভাসতে চলেছে দুই বঙ্গই

চরিত্র বদলাচ্ছে শীত ৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে আর মিলবে না কনকনে শীতের দেখা ৷ বরং সোমবার থেকেই বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে (Western disturbance could trigger rain in Bengal) ।

weather_forecast_copy
শীতের চরিত্র বদলে ঠাণ্ডা চুরি

By

Published : Jan 9, 2022, 6:52 AM IST

Updated : Jan 9, 2022, 8:21 AM IST

কলকাতা, 9 জানুয়ারি : শীতের চরিত্র বদলে ঠান্ডা 'চুরি' বঙ্গে । অথচ দেশের উত্তরভাগে রীতিমত দাপট দেখাচ্ছে শীত । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে রাতের তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতি চলতি শীতকালে সম্ভবত আর নিচের দিকে নামবে না (Western disturbance could trigger rain in Bengal) । এমনিতেই চলতি মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার ঝটকা কনকনে শীতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে । এমতাবস্থায় শীতের এহেন চরিত্র বদলের জেরে শীতকাল বাকি কয়দিন বেঁচে থাকবে কেবল ক্যালেন্ডারের পাতাতেই ।

অন্যদিকে রৌদ্রোজ্জ্বল দিনের মিঠে আমেজও উধাও হতে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই । এখনই মনে হচ্ছে ফাল্গুন চৈত্রের মত গায়ে বিঁধছে রোদ । এর মধ্যে রবিবার আবহাওয়া শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও সোমবার থেকেই বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে । দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট । শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় দুই ডিগ্রি বেশি ।

আরও পড়ুন : আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় চন্দ্রকোনা-ঘাটালের আলু চাষিরা

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রিতে ঘোরাফেরা করবে । পৌষের শেষবেলায় এবং মাঘের শুরুতে একদিকে যেমন শেষ হতে চলেছে শীতের আমেজ তারই পাশাপাশি দোসর হতে চলেছে বৃষ্টির সম্ভাবনা ৷

Last Updated : Jan 9, 2022, 8:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details