কলকাতা, 12 ফেব্রুয়ারি : সপ্তাহান্তে শীত কি কামড় দিয়ে এবারের মতো মরসুমটা শেষ করবে ? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে (Weather Update of Bengal) । গত 48 ঘণ্টায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি বিরক্তি বাড়িয়েছিল । কারণ চলতি মরসুমের ঠান্ডার ইনিংস লম্বা হতে পারেনি ৷ মোট ন'বার পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় বাধাপ্রাপ্ত হয়েছে সে ।
আবহবিদরা বলছিলেন ক্রমেই দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে । ফলে মাঘের শেষে ঠান্ডার ছিটেফোঁটা আমেজ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রাজ্যবাসীকে । কিন্তু এখন দেখা যাচ্ছে বিদায়বেলায় ঘুরে দাঁড়িয়ে কামড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে শীত । কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শনিবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ।