পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : যাওয়ার আগে ফের কামড় বসাতে চলেছে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের - বাংলার আবহাওয়ার আপডেট

কথায় আছে শেষ ভাল যার, সব ভাল তার ৷ শীতের ক্ষেত্রেও কি তাই হবে ? বঙ্গ ছাড়ার আগে সে নাকি আরও একবার কাঁপিয়ে দিয়ে যেতে চায় সকলকে ৷ যাবার বেলায় শীতের ঝোড়ো ইনিংসের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
কেমন থাকবে আজকের আবহাওয়া

By

Published : Feb 12, 2022, 6:50 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : সপ্তাহান্তে শীত কি কামড় দিয়ে এবারের মতো মরসুমটা শেষ করবে ? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে (Weather Update of Bengal) । গত 48 ঘণ্টায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি বিরক্তি বাড়িয়েছিল । কারণ চলতি মরসুমের ঠান্ডার ইনিংস লম্বা হতে পারেনি ৷ মোট ন'বার পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় বাধাপ্রাপ্ত হয়েছে সে ।

আবহবিদরা বলছিলেন ক্রমেই দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে । ফলে মাঘের শেষে ঠান্ডার ছিটেফোঁটা আমেজ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রাজ্যবাসীকে । কিন্তু এখন দেখা যাচ্ছে বিদায়বেলায় ঘুরে দাঁড়িয়ে কামড় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে শীত । কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শনিবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ।

শনিবার কুয়াশা মাখা ভোর হলেও দিনটা রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে এবং আগামী 48 ঘন্টা তা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ফলে হারিয়ে যাওয়া শীতের কামড় অল্প হলেও সপ্তাহান্তে ফিরবে । তাই চারটি পৌর নির্বাচন রাজনৈতিক আবহ যতই গরম হোক না কেন আজ, আগামিকাল আবহাওয়া ঠান্ডা থাকবে । অনুভূত হবে শীতের আমেজ ।

আরও পড়ুন :ETV Bharat Horoscope for 12th February : কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ সুখবর আসতে পারে, আপনার ভাগ্যে কী রয়েছে ?

ABOUT THE AUTHOR

...view details