কলকাতা, 19 ডিসেম্বর : আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন । দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12টি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে । আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 থেকে 48 ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ।
আবহাওয়া দপ্তরের আধিকারিক গোকুল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। জোরদার হবে উত্তুরে হাওয়ার দাপট। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় 12 টি জেলাতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে । তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া ,পুরুলিয়া ,নদিয়া, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় । কলকাতাতেও আগামী 24 ঘণ্টায় শৈত্যপ্রবাহের সর্তকতাবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।