কলকাতা, 25 নভেম্বর : সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে বিভিন্ন সময় তাপমাত্রা কমা বাড়ায় অস্বস্তিকর আবহাওয়া কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় । সূর্যাস্তের পর গরম সামান্য কমলেও ঠান্ডা ভাবটাই বোঝা যাচ্ছে না । বাতাসে জলীয় বাষ্প কম তাই দরদরিয়ে ঘাম না হলেও ফ্যান চালাতে হচ্ছে । দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather update) ।
এছাড়াও এই অঞ্চলের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে । এই ঘূর্ণাবর্তের অবস্থান তামিলনাড়ু শ্রীলঙ্কার অভিমুখে । এছাড়াও বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ও আরব সাগরে একটি নিম্নচাপের এলাকা রয়েছে । যার ফলে দেশের দুই পাশে পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব ভারতে তাপমাত্রা ঠিক ভাবে নামতে পারছে না বলে হাওয়া অফিস সূত্রে খবর (West Bengal Weather Forecast) ৷