পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update in Bengal : নিম্নচাপ কাটতেই শীতের পূর্বাভাস - weather news update of bengal

জাওয়াদ এখন অতীত ৷ ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের প্রস্তুতি শুরু শীতের (Weather Update in Bengal) ৷ শুষ্কতাকে উপভোগ করতে তৈরি বঙ্গবাসীও ৷ কনকনে শীতের অপেক্ষার প্রহর গুনছে হাওয়া অফিস থেকে শুরু করে আমজনতা সকলেই ৷

weather update
বঙ্গের আবহাওয়া

By

Published : Dec 8, 2021, 6:39 AM IST

Updated : Dec 8, 2021, 7:45 AM IST

কলকাতা, 8 ডিসেম্বর : আকাশের মুখভার থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস (Weather Update in Bengal) দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । জাওয়াদের আশঙ্কা দূর হতেই এখন শীতের প্রত্যাশায় রয়েছে আমজনতা ।

ইতিমধ্যেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমতে শুরু করেছে । ফলে বেশ ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে । নিম্নচাপের কাঁটা সরতেই জনজীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে । বাতাসের শুষ্কতা ত্বকে অনুভব হচ্ছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 11 ডিসেম্বরের পরেই ব্যাটিং শুরু করবে শীত (winter is coming soon) । দিন যত গড়াবে শীতের কামড় তত বাড়বে বলেই আশাবাদী হাওয়া অফিস ।

ভোরের দিকে ভারী কুয়াশার পাশাপাশি শিশির পড়ছে । জাওয়াদের ধাক্কায় আলুচাষের ব্যাপক ক্ষতি হয়েছে । মাঠের ধান ঘরে তুলতে না পারলেও কিছুটা সামাল দেওয়া গিয়েছে । ধান ও আলুর পাশাপাশি শীতের সবজিতেও জাওয়াদের প্রভাব পড়বে বলেই মত কৃষি বিশেষজ্ঞদের । তাও ঘূর্ণিঝড় জাওয়াদ পূর্ণশক্তিতে আছড়ে না পড়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে হাওয়া অফিস ৷

বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশপাশে থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত 24 ঘণ্টায় 98 শতাংশ । বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার ।

গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি ৷

আরও পড়ুন :Nirbhaya Project by Kolkata Police : এই গাড়িটি মহিলাদের সন্মান করতে জানে

Last Updated : Dec 8, 2021, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details