কলকাতা, 12 ডিসেম্বর: সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা ক্রমশ কমছে । ফলে হালকা শীতের অনুভূতি হচ্ছে রাজ্যে । আবহাওয়া দফতর অবশ্য বলছে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পারদের এই নিম্নাভিমুখীতা শীতকে আসতে সাহায্য করবে । রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update in Bengal) । রবিবার ঘন কুয়াশা এবং আকাশে আংশিক মেঘ থাকলেও তা সমস্যা তৈরি করবে না । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি স্পর্শ করবে, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি ।
রাতের দিকের এই তাপমাত্রার পারদের নিম্নাভিমুখী শীতের আসার পথ প্রশস্ত করছে । মেঘ কেটে শহর শুকনো হতেই সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে । ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ কমবে । কারণ জলীয় বাষ্প অনেক কমে গিয়েছে । তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাব কাটলেই দক্ষিণবঙ্গে শীত পড়বে ।