কলকাতা, 17 নভেম্বর : আগামী দুই থেকে তিনদিনের মধ্যে রাজ্যে নামতে চলেছে তাপমাত্রার পারদ । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা অনেকটাই নামতে পারে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় আকাশ মেঘলা থাকবে । শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
নামবে তাপমাত্রা, সপ্তাহের শেষে রাজ্যে ফের শীতের আমেজ - alipore observatory
শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি । এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও কিছুটা কমবে । সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ ।
শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি । এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও কিছুটা কমবে । সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ । কলকাতায় আগামী 24 ঘণ্টা আকাশ পরিষ্কার থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ।
উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিতে পারে জম্মু-কাশ্মীর উপত্যকায় । এছাড়াও রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এর প্রভাবে মধ্যপ্রদেশ, গুজরাত, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের তাপমাত্রা বেশ খানিকটা কমবে । পূর্বাভাস অনুযায়ী চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে । এর পাশাপাশি আগামী দু-তিন দিন নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম ও ত্রিপুরা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে । দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।