পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা - শীতের আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

winter-chill-to-remain-in-next-24-hour-in-west-bengal
winter-chill-to-remain-in-next-24-hour-in-west-bengal

By

Published : Jan 17, 2021, 12:39 PM IST

Updated : Jan 17, 2021, 12:48 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের দ্বিতীয় ইনিংস । উত্তুরে হাওয়ার দাপটে বেড়েছে কনকনে ঠান্ডার অনুভূতি । বিনা বাধায় এই উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করছে । আগামী 24 ঘন্টায় রাজ্যে শীতের দাপট চলবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ৷ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকেও কম ৷ যদিও আগামীকালের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে বলে পূর্বাভাস ।

মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সিকিমে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সর্তকতাও রয়েছে । দৃশ্যমানতা 10 মিটারের থেকে কম থাকবে । দক্ষিণবঙ্গেরও কিছু জেলা ঘন কুয়াশায় ঢাকবে ৷ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলাগুলিতে দৃশ্যমানতা 500 মিটারের থেকে কম থাকবে বলে জানানো হয়েছে ।

কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা কমেছে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23. 3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91 শতাংশ ।

আগামী দু-একদিন ওড়িশা, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহারে ঘন কুয়াশা থাকবে ৷

Last Updated : Jan 17, 2021, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details