কলকাতা, 17 জানুয়ারি : রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের দ্বিতীয় ইনিংস । উত্তুরে হাওয়ার দাপটে বেড়েছে কনকনে ঠান্ডার অনুভূতি । বিনা বাধায় এই উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করছে । আগামী 24 ঘন্টায় রাজ্যে শীতের দাপট চলবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ৷ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকেও কম ৷ যদিও আগামীকালের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে বলে পূর্বাভাস ।
মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সিকিমে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সর্তকতাও রয়েছে । দৃশ্যমানতা 10 মিটারের থেকে কম থাকবে । দক্ষিণবঙ্গেরও কিছু জেলা ঘন কুয়াশায় ঢাকবে ৷ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলাগুলিতে দৃশ্যমানতা 500 মিটারের থেকে কম থাকবে বলে জানানো হয়েছে ।