পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলাবৃষ্টির জের, মাঝ আকাশে বিমানের কাচে ফাটল - mild hail storm in Kolkata Airport

শিলাবৃষ্টির জেরে বিমানের কাচে ফাটল ধরে । মোট 150 জন যাত্রী ছিলেন বিমানে । কাচে ফাটল দেখা যাওয়ায় জরুরি অবতরণ করানো হয় বিমানের ৷

airport
airport

By

Published : Mar 3, 2020, 8:08 PM IST

Updated : Mar 3, 2020, 8:27 PM IST

কলকাতা, 3 মার্চ : শিলাবৃষ্টির জেরে বিমানের কাচে ফাটল ৷ যার জেরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় । আজ বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে টেক অফ করে বিমানটি ৷ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসসহ মোট 150 জন যাত্রী ওই বিমানে ছিলেন ।

নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাগডোগরাগামী এই বিমানটি টেক অফ করে । কিছুক্ষণ পরই শিলাবৃষ্টি শুরু হয় । জানা গেছে, সেই শিলাবৃষ্টির জেরে বিমানের সামনের অংশের জানালার কাচে চিড় ধরে যায় । কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-র সঙ্গে যোগাযোগ করেন পাইলট । ATC ওই বিমানকে জরুরি অবতরণ করার নির্দেশ দেয় । সঙ্গে সঙ্গে বিমানটির জরুরি অবতরণ করানো হয় ৷ তবে এর ফলে কাচে ফাটল ধরার ফলে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷

উত্তরবঙ্গ যাওয়ার জন্য এয়ার এশিয়ার বিমান AI ৫৫৩৬ -এ চড়েন মন্ত্রী অরূপ বিশ্বাসসহ মোট 150 জন যাত্রী । বিমানটি নির্ধারিত সময় বিকেল 4টে নাগাদ টেক অফ করে । 4টে 15 মিনিট থেকে ঝোড়ো হাওয়া শুরু হয় । সঙ্গে বৃষ্টিও হচ্ছিল । ততক্ষণে বিমানটি কলকাতার সীমা ছাড়িয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর দিয়ে যাচ্ছিল । 4টে 20 মিনিট থেকে শিলাবৃষ্টি শুরু হয় । মাটি থেকে বিমানের উচ্চতা তখন 12 থেকে 15 হাজার ফুট । ফলে শিলা বৃষ্টির মুখে পড়ে বিমানটি । প্রথমে আকাশের প্রবল হাওয়ার চাপে বিমান তার উচ্চতা কমাতে বাধ্য হয়ে পড়ে ।

বিপদের আশঙ্কা বুঝতে পেরে বিমানের চালক ATC-র সঙ্গে যোগাযোগ করা শুরু করেন । ATC-র পক্ষ থেকে জরুরি অবতরণের জন্য অনুমতি দিয়ে দেওয়া হয় বিমানটিকে । এদিকে বিমানের ভিতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন । চালকের তৎপরতায় এদিন সুরক্ষিতভাবেই কলকাতার মাটিতে নেমে আসে বিমানটি । পরে বিকল্প বিমানে এদিন সকল যাত্রীকেই বাগডোগরা পৌঁছে দেওয়া হয় ।

Last Updated : Mar 3, 2020, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details