কলকাতা, 5 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে একজোট হতে, লড়াইয়ের শপথ নিতে আজ রাত 9টায় 9 মিনিটের জন্য ঘরের আলো বন্ধ রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । আর এরপর থেকেই ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন- "আলো তো না হয় বন্ধ করলাম, কিন্তু আলো আর ফিরবে তো ?" আপাতত কোরোনা-আতঙ্কের থেকে আজ এই আশঙ্কাই বেশি করে তাড়া করছে অনেককে ।
প্রথম যে চিন্তাটা আসছে তা হল, হঠাৎ করে সারা দেশে আলো বন্ধ করে আবার 9 মিনিট পর একসঙ্গে আলো জ্বালালে পাওয়ার গ্রিডগুলিতে চাপ পড়বে না তো । চিন্তাটা একেবারে অমূলক নয় । প্রথমে আমাদের জানতে হবে এই পাওয়ার গ্রিড আসলে কী ? এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নীলাদ্রি চক্রবর্তী বলেন, "পাওয়ার গ্রিড হল একটি মাধ্যম যা বিদ্যুৎ বণ্টনের কাজ করে । বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর তা প্রথমে ট্রান্সমিশন গ্রিড ও পরে ডিস্ট্রিবিউশন গ্রিড হয়ে আমাদের বাড়ি এসে পৌঁছায় । কোন এলাকার জন্য কতটা বিদ্যুৎ সরবরাহ করার দরকার তার একটি আপাত ধারণা সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলির কাছে থাকে । এখন হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেলে, যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই পরিমাণে সরবরাহ হবে না । ফলে চাপ বাড়বে গ্রিডগুলিতে । সেক্ষেত্রে গ্রিড বিকল হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ।"
CESC-র প্রাক্তন জেনেরাল ম্যানেজার সুজিত পোদ্দারের সঙ্গেও সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ করা হয়েছিল । তাঁর কথায়, আপাতভাবে এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা থেকেই যায় । কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন শুধুমাত্র ঘরের আলো বন্ধ রাখতে । অর্থাৎ তখন AC, ফ্রিজ, TV সবই চালু রাখা যাবে । ফলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমলেও গ্রিড বিকল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে হচ্ছে । তিনি আরও বলছেন, এখানে চিন্তা করার কিছু নেই। কারণ, আজকাল TV, AC প্রতিটিতেই ভোল্টেজ ভ্যারিয়েশনের বিরুদ্ধে সেফ গার্ড দেওয়া থাকে।