পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Congress: লোকসভা ভোটে কংগ্রেসকে শর্তসাপেক্ষে সমর্থনের কথা মমতার গলায় - কংগ্রেসকে জোটবার্তা মমতার

কংগ্রেসকে সোমবার জোটবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বলেছেন, কংগ্রেসকেও অঞ্চলিক দলকে সমর্থন করতে হবে, প্রয়োজনে কিছুটা ত্যাগ করতে হবে ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 15, 2023, 11:00 PM IST

কলকাতা, 15 মে:শনিবার বেরিয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ৷ 135 আসনে জয়ী কংগ্রেসকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেদিন ওই দলের নাম বা রাহুল গান্ধির নাম করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু জানিয়েছিলেন, বিজেপির হারে তিনি খুশি ৷ এটা বিজেপির শেষের শুরু ৷ জয়ীদের অভিনন্দন ৷ কিন্তু এই ঘটনার একদিন পর সোমবার কংগ্রেসের নাম নিয়ে তাদের সমর্থনের কথা জানালেন মমতা ৷ দিলেন শর্ত সাপেক্ষে জোট বেঁধে লড়াইয়ের বার্তাও ৷

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "যেখানে যেখানে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে বিজেপি লড়তে পারবে না ৷ কর্ণাটকের রায় বিজেপি সরকারের বিরুদ্ধে গিয়েছে ৷ এই অবস্থায় যেখানে যে শক্তিশালী তাদের জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে ৷ এখানে আমরা শক্তিশালী আমরা লড়ব ৷ দিল্লিতে আপ শক্তিশালী, ওদের লড়া উচিত ৷ বিহারে বিরোধী জোট আছে, ওরা ঠিক করবে ৷ তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ অন্য রাজ্যেও এইভাবে হবে । উত্তরপ্রদেশে অখিলেশরা প্রাধান্য পাবে । যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী, প্রায় 200টির মতো আসন, সেখানে ওরা লড়ুক আমরা সমর্থন করব ৷"

কিন্তু এরপরেই তাঁর শর্তের কথা জানিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "কিন্তু তাদেরও অন্য দলকে সমর্থন করতে হবে ৷ আমি তোমায় কর্ণাটকে সমর্থন করব, তুমি আমার বিরুদ্ধে বাংলায় লড়বে এটা হবে না ৷ এটা নীতি হওয়া উচিত নয় ৷ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ৷" বিজেপির বিরুদ্ধে ভালো ফল করতে হলে কংগ্রেসকে যে কিছুটা ত্যাগ করতে হবে, এদিন সেই ইঙ্গিতও দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, কংগ্রেস লড়াই করতে পারবে না তা তিনি বলছেন না, কিন্তু কোথায় কোথায় কে লড়াই করবে আলোচনা করে ঠিক হোক।

যেখানে যে শক্তিশালী সেখানে সেই দল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে । এই তত্ত্ব অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে । সোমবার আরও একবার সেই জোটতত্ত্বের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ তবে বড় দল হিসেবে কংগ্রেসকে যে কিছু ত্যাগ করতে হবে ও জোটের অন্যান্য দলের কথাও ভাবতে হবে তাও বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন:সূর্যাস্তের আগে তো আমায় বলতেই দেওয়া হয় না, নীতি আয়োগ নিয়ে সরব মমতা

ABOUT THE AUTHOR

...view details