কলকাতা, 15 মে:শনিবার বেরিয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ৷ 135 আসনে জয়ী কংগ্রেসকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেদিন ওই দলের নাম বা রাহুল গান্ধির নাম করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু জানিয়েছিলেন, বিজেপির হারে তিনি খুশি ৷ এটা বিজেপির শেষের শুরু ৷ জয়ীদের অভিনন্দন ৷ কিন্তু এই ঘটনার একদিন পর সোমবার কংগ্রেসের নাম নিয়ে তাদের সমর্থনের কথা জানালেন মমতা ৷ দিলেন শর্ত সাপেক্ষে জোট বেঁধে লড়াইয়ের বার্তাও ৷
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "যেখানে যেখানে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে বিজেপি লড়তে পারবে না ৷ কর্ণাটকের রায় বিজেপি সরকারের বিরুদ্ধে গিয়েছে ৷ এই অবস্থায় যেখানে যে শক্তিশালী তাদের জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে ৷ এখানে আমরা শক্তিশালী আমরা লড়ব ৷ দিল্লিতে আপ শক্তিশালী, ওদের লড়া উচিত ৷ বিহারে বিরোধী জোট আছে, ওরা ঠিক করবে ৷ তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ অন্য রাজ্যেও এইভাবে হবে । উত্তরপ্রদেশে অখিলেশরা প্রাধান্য পাবে । যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী, প্রায় 200টির মতো আসন, সেখানে ওরা লড়ুক আমরা সমর্থন করব ৷"