পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 5, 2021, 11:38 AM IST

Updated : May 5, 2021, 11:55 AM IST

ETV Bharat / state

কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

তৃতীয়বারের জন্য় মুখ্য়মন্ত্রী পদে বসে তাঁর প্রথম কাজ হবে রাজ্য়ের কোভিড পরিস্থিতি মোকাবিলা ৷ জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একই সঙ্গে রাজ্য়ে চলতে থাকা হিংসা কড়া হাতে দমন করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

will-handle-violance-at-very-begining-says-mamata
will-handle-violance-at-very-begining-says-mamata

কলকাতা, 5 মে : প্রথম কাজ হবে রাজ্য়ে কোভিড পরিস্থিতি মোকাবিলা করা ৷ আজ তৃতীয়বারের জন্য় শপথ নিয়ে একথা জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ নবান্নে গিয়ে বেলা সাড়ে 12টা নাগাদ এনিয়ে তিনি একটি বৈঠক করবেন ৷ পাশাপাশি রাজ্য়ে চলতে থাকা হিংসা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা ৷

শপথ নিয়ে মুখ্য়মন্ত্রী জানান, কোভিড প্রোটোকল মেনে যেটুকু করা সম্ভব সেটুকু করা হয়েছে ৷ অনুষ্ঠানে অল্প কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের জয়ের অনুষ্ঠান করা হবে ৷ সেখানে ভিন রাজ্য়ের অনেককে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়ে দেন তিনি ৷

আরও পড়ুন-রাজভবনে শপথ নিয়ে নবান্নে মমতা, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার

এরসঙ্গে রাজ্য়ে চলতে থাকা বিভিন্ন হিংসা প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, "আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে 3 মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক যেখানে জিতেছে সেখানে অত্য়াচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব ৷ কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করে ৷ "

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় 2 মে ৷ তার পর থেকে রাজনৈতিক হিংসায় প্রায় 13 জনের মৃত্যু হয়েছে ৷ হিংসা বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

শপথ নিয়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় পৌঁছে যান নবান্নে ৷ সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷

Last Updated : May 5, 2021, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details