কলকাতা, 8 জুলাই : তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দল । শুরু হয়ে গেছে বিধাননগরের মেয়র পদ থেকে তাঁকে সরানোর প্রক্রিয়া । সেগুলি উপেক্ষা করেই গতকাল ফের মুকুল রায়ের সঙ্গে নৈশভোজ সারেন তিনি । আর এরপর তাঁর প্রতি আরও কড়া মনোভাব নিয়েছে দল । কিন্তু, তাতেও দমছেন না সব্যসাচী দত্ত । জানিয়ে দিলেন মেয়র হিসেবেই কাজ চালিয়ে যাবেন তিনি । এদিকে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া শুরু করতে তাপস চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম।
লুচি-আলুরদমকে ঘিরে শুরু হয়েছিল যাবতীয় বিতর্ক । মুকুলের সঙ্গে সাক্ষাতের পরই জল্পনা ছড়িয়েছিল, তিনি নাকি দল ছাড়ছেন । তবে দল না ছাড়লেও বেড়েছিল দূরত্ব । দলের একাধিক অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন তিনি । আমন্ত্রণ পাননি বিধাননগর পৌরনিগমের অনুষ্ঠানেই।
এই সংক্রান্ত খবর : সব্যসাচী যা করছে তাতে পরবর্তী প্রজন্ম মিরজ়াফর বলবে : ফিরহাদ
এদিকে, যত দিন যাচ্ছিল বিধাননগরের মেয়রের ভূমিকা নিয়ে দলের মধ্যেই তৈরি হচ্ছিল ক্ষোভ । পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গতকাল তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম । বৈঠকে অনেকেই সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন । বৈঠক থেকেই কার্যত ঠিক হয়ে যায় যে, তাঁকে সরানো হচ্ছে । আর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তা খানিকটা বুঝিয়েও দেওয়া হয়।