কলকাতা,11 এপ্রিল : প্রয়াত হলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায়। সকাল 11টা 30 মিনিট নাগাদ শহরের একটি নার্সিংহোমে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 63 বছর।
শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত - kolkata
প্রয়াত হলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী। কিডনির সমস্যা নিয়ে তিনি অক্টোবর মাসে নার্সিংহোমে ভরতি হন। আজ সকাল 11 টা 30 মিনিটে তিনি মারা যান।
![শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রয়াত](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2970551-thumbnail-3x2-supriya.jpg)
ফাইল ফোটো
কিডনির সমস্যা নিয়ে অক্টোবর মাসে তিনি নার্সিংহোমে ভরতি হয়েছিলেন। নার্সিংহোমে দু'বেলা তাঁকে দেখতে যেতেন শোভনবাবু। সুপ্রিয়া চট্টোপাধ্যায় নার্সিংহোম থেকেই খবরাখবর নিতেন রাজ্য রাজনীতির। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেন মুখ্যমন্ত্রী।
একসময় সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। পরে অসুস্থ হওয়ায় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে হয় তাঁকে।