কলকাতা, 19 জুলাই : অবসরপ্রাপ্ত IPS অফিসারের স্ত্রীর মৃত্যু হল কোরোনায় । প্রাক্তন ওই পুলিশকর্তা নিজেও কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে রয়েছেন । জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অবসরপ্রাপ্ত IPS অফিসার পল্লবকান্তি ঘোষের স্ত্রী। জ্বর হয়েছিল তাঁর। পরে কোরোনার অন্যান্য উপসর্গও প্রকাশ পেতে শুরু করে। একই উপসর্গ দেখা যায় পল্লববাবুর শরীরেও ।
গত সপ্তাহে তাঁরা সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠান । নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন। শনিবার দু'জনেরই রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে ফোনে চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাঁরা বাড়িতে থেকেই চিকিৎসা চালাচ্ছিলেন । হঠাৎই পল্লববাবুর স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয় । শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হতে শুরু করে । আর তাতেই মৃত্যু হয় তাঁর ।