পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আটের দশকও সাক্ষী, কেন মহালয়ার 1 মাস পর দুর্গাপুজো ? - durga puja amid corona pandemic

'মহালয়া' শব্দ শুনলেই বাঙালির মন আনন্দে ভরে ওঠে । কিন্তু এইবার মহালয়ার এক মাস পর পুজো কেন ?

durga puja
durga puja

By

Published : Sep 16, 2020, 10:39 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : শারদীয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসব । হাজার হাজার মানুষের অনুভূতি জড়িয়ে । একইসঙ্গে এই উৎসবে বাঁধা বহু জীবিকা ও উপার্জন । অন্যবার মহালয়ার পরেই প্রথমা, দ্বিতীয়ার দিন গোনা শুরু হয়ে যায় । এইবার সেই ছবি নেই । কেন ? প্যানডেমিক পরিস্থিতি । এছাড়াও মহালয়ার প্রায় 35দিন পর মহা সপ্তমী । সব কিছুর পর বেশ চমকে গিয়েছে বাঙালি । কিন্তু এই পরিস্থিতি নতুন না, এরকম আগেও হয়েছে । 19 বছর অন্তর আশ্বিন মাসে মল মাস পড়তে পারে । তাই পিছোতেই পারে দুর্গাপুজো গাণিতিক হিসেবেই । একই কারণে 2039-র পুজোও এমন হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।

'মহালয়া' শব্দ শুনলেই বাঙালির মন আনন্দে ভরে ওঠে । মহালয়া পিতৃপক্ষের শেষ । দেবীপক্ষের শুরু । এবার নজিরবিহীনভাবে দেবীপক্ষের শুরু হলেও 35 দিন পরে দুর্গাসপ্তমী । মহালয়ার ভোরেই পূর্বপুরুষের তর্পণ হয় । অমাবস্যার শেষে সূচনা হয় দেবীপক্ষের ।

কিন্তু এইবছর মহালয়ার শেষে মলমাস । বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রণেতা সুপর্ণ লাহিড়ি বললেন, "মলমাসে সাধারণত দুটো অমাবস্যা । এই বছর আশ্বিনের 1 ও 30 তারিখে অমাবস্যা । তাই আশ্বিন মল মাস । মল মাসে কোনও শুভকাজ এবং তিথি বিহীত ধর্মকৃত্য হয় না । সেই কারণেই 16 অক্টোবর অমাবস্যায় মহালয়া হবে না । এইরকম অবস্থা তিথির হেরফেরের জন্য হয়ে থাকে । 17 সেপ্টেম্বর (বৃহস্পতিবার) 1 আশ্বিন মহালয়া । তবে মানুষকে মহালয়ার পর আরও প্রায় 35 থেকে 37 দিন অপেক্ষা করতে হবে দুর্গাপুজোর জন্য । সাধারণত 19 বছর অন্তর হয়ে থাকে । 2001 সালে আশ্বিন মাসে মল মাস হয়েছিল । 2039 সালে আবারও এইরকম হবে । তবে সেই বছর কোন মাস মল মাস হবে, তা জ্যোতিষীর অংক না মিলিয়ে বলা যাবে না । "

কেন মহালয়ার 1 মাস পর দুর্গাপুজো ?

শাস্ত্রজ্ঞ জয়ন্ত কুশারী জানান, গাণিতিক নিয়ম মেনেই মল মাস আসে । 2 বছর 3 মাস থেকে 2 বছর 9 মাসের মধ্যে মল মাস আসে । তবে তা আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় ব্যাহত করলেই মানুষ বুঝতে পারে । যেহেতু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো । আশ্বিন মাসে না হয়ে যে কোনও মাসেও মল মাস হতে পারে । সমস্তটাই অঙ্কের নিয়মে হয় । 2001 সালে মল মাসের জন্য দুর্গাপুজো এমনভাবে পিছিয়ে গিয়েছিল । সেই বছর দেড় মাস বাদে পুজো হয়েছিল । তার আগে 1982 সালে ।"

প্যানডেমিক পরিস্থিতিতে শারদীয়ার উৎসব নিয়ে সেরকম উৎসাহ নেই বললেই চলে । এই বিষয়ে এই প্রজন্মের পড়ুয়া সম্বর্ত জানান, অনেক কিছুই তো ঘটে । প্রথমে অবাক লেগেছিল । নতুন অভিজ্ঞতা, মহালয়ার প্রায় ৩৫ দিন পর দুর্গাপুজো । এবছর কোরোনা আতঙ্কে মানুষ এতটাই জেরবার যে দুর্গাপুজো নিয়ে খুব একটা উৎসাহী নয় কেউ ।

মহালয়ার ভোরে তর্পণ হবে । অষ্টমীতে অঞ্জলি দেবে বাঙালি, তবে কোথাও যেন একটা না পাওয়া...সব মিলিয়ে এরকমই 2020-র শারদীয়া । ব্যতিক্রমটা না হয় মেনেই নিয়েছে বাঙালি ।

ABOUT THE AUTHOR

...view details