কলকাতা, 26 জুন : কসবার টিকাকাণ্ড নিয়ে এবার সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ মন্ত্রী ফিরহাদ হাকিম, শান্তনু সেন ও বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে কেন পুলিশে অভিযোগ জানানো হবে না? এইভাবে টুইটে প্রশ্ন তুলে দিয়েছেন সাংসদ ৷
22 জুন ৷ কসবার একটি টিকাকরণ কেন্দ্র থেকে ভ্যাকসিন নেন অভিনেত্রী তথা সাংসদ মিমি ৷ ব্যাস ৷ তারপর থেকেই খবরের শিরোনামে ওই টিকাকেন্দ্র ৷ মিমি টিকা নিয়েছেন সেজন্য নয় ৷ টিকা নেওয়ার পর এসএমএস না পেয়ে সন্দেহ হওয়ায় তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন ক্যাম্পটাই ভুয়ো ৷ ক্যাম্পের উদ্যোক্তা ভুয়ো আইএএস দেবাঞ্জন থেকে শুরু করে টিকার বদলে পাউডার গোলা জল ৷ ঘটনা এগানোর সঙ্গে সঙ্গে উঠে এসেছে এরকমই সব তথ্য ৷ সেইসঙ্গে দেবাঞ্জনকে একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷ এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে ৷
গতকালই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সল্টলেকের স্বাস্থ্যভবনে একটি স্মারকলিপি জমা দেন ৷ তাঁর দাবি, সিবিআই তদন্ত হোক ৷ শুভেন্দুর ইঙ্গিত, দিনের পর দিন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তৃণমূল নেতৃত্বের কাছাকাছি আসতে পেরেছিল দেবাঞ্জন ৷ আর সেই কারণেই তৃণমূলের একাধিক নেতার সঙ্গে তাকে দেখা গিয়েছে ৷ এই ঘটনা একটা বড়সড় চক্রান্ত ৷ শুভেন্দুর মতে, কসবা টিকা কেলেঙ্কারির প্রকৃত সত্য সামনে আনতে প্রয়োজনে স্বতন্ত্র কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে ৷ এই প্রসঙ্গে সরাসরি সিবিআই তদন্তেরও দাবি তোলেন তিনি ৷ সেইসঙ্গে তাঁর প্রশ্ন, কারও যদি ক্ষতি হয় তার দায় কে নেবে ?
আরও পড়ুন,Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি