পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kasba Vaccine Controversy : ববি-শান্তনুদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না ? টুইটারে সরব সৌমিত্র - Tmc

কসবায় ভুয়ো টিকাকরণ নিয়ে ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ এবার সেই তালিকায় নাম লেখালেন সাংসদ সৌমিত্র খাঁ ৷ টুইট করে ফিরহাদ হাকিম, সাংসদ শান্তনু সেন ও বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হচ্ছে না কেন বলে প্রশ্ন তুলেছেন তিনি ৷

সৌমিত্র খাঁ
সৌমিত্র খাঁ

By

Published : Jun 26, 2021, 8:12 AM IST

কলকাতা, 26 জুন : কসবার টিকাকাণ্ড নিয়ে এবার সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ মন্ত্রী ফিরহাদ হাকিম, শান্তনু সেন ও বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে কেন পুলিশে অভিযোগ জানানো হবে না? এইভাবে টুইটে প্রশ্ন তুলে দিয়েছেন সাংসদ ৷

22 জুন ৷ কসবার একটি টিকাকরণ কেন্দ্র থেকে ভ্যাকসিন নেন অভিনেত্রী তথা সাংসদ মিমি ৷ ব্যাস ৷ তারপর থেকেই খবরের শিরোনামে ওই টিকাকেন্দ্র ৷ মিমি টিকা নিয়েছেন সেজন্য নয় ৷ টিকা নেওয়ার পর এসএমএস না পেয়ে সন্দেহ হওয়ায় তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন ক্যাম্পটাই ভুয়ো ৷ ক্যাম্পের উদ্যোক্তা ভুয়ো আইএএস দেবাঞ্জন থেকে শুরু করে টিকার বদলে পাউডার গোলা জল ৷ ঘটনা এগানোর সঙ্গে সঙ্গে উঠে এসেছে এরকমই সব তথ্য ৷ সেইসঙ্গে দেবাঞ্জনকে একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷ এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে ৷

গতকালই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সল্টলেকের স্বাস্থ্যভবনে একটি স্মারকলিপি জমা দেন ৷ তাঁর দাবি, সিবিআই তদন্ত হোক ৷ শুভেন্দুর ইঙ্গিত, দিনের পর দিন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তৃণমূল নেতৃত্বের কাছাকাছি আসতে পেরেছিল দেবাঞ্জন ৷ আর সেই কারণেই তৃণমূলের একাধিক নেতার সঙ্গে তাকে দেখা গিয়েছে ৷ এই ঘটনা একটা বড়সড় চক্রান্ত ৷ শুভেন্দুর মতে, কসবা টিকা কেলেঙ্কারির প্রকৃত সত্য সামনে আনতে প্রয়োজনে স্বতন্ত্র কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে ৷ এই প্রসঙ্গে সরাসরি সিবিআই তদন্তেরও দাবি তোলেন তিনি ৷ সেইসঙ্গে তাঁর প্রশ্ন, কারও যদি ক্ষতি হয় তার দায় কে নেবে ?

আরও পড়ুন,Kasba Vaccine Controversy : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু, স্বাস্থ্য ভবনে জমা স্মারকলিপি

সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও ৷ প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷ ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ আর এবার সাসংদ সৌমিত্র খাঁ ৷

টিকা কেলেঙ্কারি কাণ্ডে শাসকদলকে কাঠগড়ায় তুলে টুইট করেন সৌমিত্র খাঁ ৷ ফিরহাদ হাকিম, সাংসদ শান্তনু সেন ও বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ টুইটে লেখেন, "মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ শান্তনু সেন, বিধায়ক অতীন ঘোষকে কেন এপিডেমিক আইনে পুলিশে অভিযোগ দায়ের করা হবে না? একজনও যদি মারা যান তাহলে তৃণমূল বিধায়ককে সমস্ত দায় নিতে হবে ৷" ফিরহাদ হাকিমের সঙ্গে ধৃত দেবাঞ্জনের একটি ছবিও পোস্ট করেন তিনি ৷

আরও পড়ুন,Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের

আমফান দুর্নীতি, ভ্যাকসিন চুরি, চালচোর... এরকম একাধিক বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি ৷ সেই বিষয় নিয়েও টুইটে আক্রমণ করেছেন সৌমিত্র খাঁ ৷ লেখেন, " চালচোর, আমফানের টাকা চুরি, ভ্যাকসিন চোর তৃণমূল ৷ কেন্দ্রীয় সংস্থার সাহায্যে কলকাতার টিকা দুর্নীতি নিয়ে তদন্ত হওয়া উচিত ৷ "

ABOUT THE AUTHOR

...view details