কলকাতা, 17 ডিসেম্বর:দিল্লি যাওয়ার আগে ফের গেরুয়াকরণ নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রীর মুখে বিজেপির বিরুদ্ধে গেরুয়াকরণের অভিযোগ বারংবার শোনা গিয়েছে । মন্ত্রিসভার বৈঠক থেকে জনসভা, হাসপাতাল থেকে খেলার মাঠ, বিজেপির গেরুয়াকরণের নীতি নিয়ে সরব হতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে । এ দিন দিল্লি যাওয়ার আগে আরও একবার এই গেরুয়াকরণের নীতির বিরোধিতা করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে ।
প্রসঙ্গত, আগামিকাল থেকে তিন দিন দিল্লিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী । আজই দিল্লি শহরের উদ্দেশে রওনা হন তিনি । দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেন, "আজ সন্ধ্যায় আমি দিল্লি পৌঁছব । আগামিকাল আমার এমপিদের সঙ্গে মিটিং আছে । সন্ধ্যাবেলায় আরও কয়েকজন আমার সঙ্গে দেখা করতে আসবে, তাঁদের সঙ্গেও কথা বলব । 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেব । পরের দিন বেলা 11 টায় প্রধানমন্ত্রী সময় দিয়েছেন । আমি কয়েকজন এমপিকে নিয়ে যাব বলেছিলাম, তাদের নামটাও পাঠাব । ওই মিটিংটা করেই আমি কলকাতায় ফিরে আসব ।"
এ দিন মুখ্যমন্ত্রী আরও একবার 100 দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বরাদ্দ বন্ধ করা নিয়ে সরব হয়েছেন । তিনি বলেন, দিল্লি একশো দিনের টাকা আটকে রেখেছে, গত বছর একটি টাকাও দেয়নি । একমাত্র রাজ্য বাংলাকে ওরা বঞ্চিত করেছে । তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার বাড়ি প্রোগ্রামের সমস্ত টাকাই বন্ধ করে দিয়েছে । এমনকি 11 লাখ বাড়ি স্যাংশন করেও তারা টাকা দেয়নি । একইভাবে গ্রামীণ রাস্তাতেও বাংলা বঞ্চিত ।
মমতা বলেন, এগুলি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলেও এতে 100% টাকা কেন্দ্রীয় সরকার দেয় না । এতে বাংলারও একটা শেয়ার আছে ৷ বাংলার সরকারকেও টাকা দিতে হয় । জিএসটি যে একটাই ট্যাক্স ৷ সেখানে যে টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়, সেখান থেকে রাজ্য তার বরাদ্দ দেয় ।