কলকাতা, 10 জানুয়ারি: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) । তারপর বছর ঘুরলেই রয়েছে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) । আর এই নির্বাচনী আবহে নেতাজিকে সামনে রেখেই বঙ্গের রাজনীতি আবর্তিত হচ্ছে । বিশেষ করে নেতাজি জন্মজয়ন্তীর (Netaji Birth Anniversary) মুখে আরও একবার তাঁকে নিয়ে রাজনৈতিক তরজা সপ্তমে উঠেছে ।
প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে এমনিতেই নেতাজিকে নিয়ে একটা বাড়তি আগ্রহ রয়েছে মানুষের । শুধু বঙ্গ রাজনীতি কেন জাতীয় রাজনীতিতেও নেতাজির প্রভাব কোনও অংশে কম নয় । আর তাই বারবার রাজনৈতিক নেতাদের মুখে উঠে এসেছে নেতাজির প্রসঙ্গ । নেতাজিকে নিয়েও চলেছে তরজা ।
সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) রাজ্যে আসছেন । নেতাজির জন্মজয়ন্তীতে তিনি শহিদ মিনারের পাদদেশে একটি অনুষ্ঠানে যোগ দেবেন । অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, নেতাজি লহ প্রণাম । খুব স্বাভাবিকভাবেই একথা বলার অপেক্ষা রাখে না এই সমাবেশের প্রেক্ষাপট অবশ্যই নেতাজি ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার 18 থেকে 23 জানুয়ারি মোহন ভাগবতের বাংলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ । কারণ, পাঁচ বছর বাদে আরও একবার কলকাতার বুকে খাকি উর্দি পড়ে কোনও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাবে সংঘ প্রধানকে । যদিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সরাসরি কোনও রাজনৈতিক সংগঠন বলা চলে না । তবে নেতাজিকে সামনে রেখে সংঘের এহেন কর্মসূচির লাভ যে সরাসরি বিজেপি (BJP) ঘরে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না । আর সেই কারণেই এই কর্মসূচিতে ঘিরে বিরোধী দলগুলি গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়েছে । এক্ষেত্রে সংঘের নেতাজি প্রেমে রাজনীতির অংক দেখতে পাচ্ছেন তাঁরা ।
প্রসঙ্গত, বাংলার বুকে নেতাজিকে সামনে রেখে পরস্পরকে নিশানা করার ঘটনা এই প্রথম নয় । কখনও নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে দাবি করে, আবার কখনও নেতাজির ফাইল প্রকাশ্যে আনার দাবিতে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে । এবার জানুয়ারির কড়া শীতে বাড়তি উত্তাপ তৈরি করেছে সংঘ প্রধানের শহিদ মিনারের অনুষ্ঠান ।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘2021 সালে নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । ওই অনুষ্ঠানে কী ঘটেছিল রাজ্যের মানুষ সবাই জানে । আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে ওঁরা নেতাজিকে শ্রদ্ধা জানাতে আসছেন নাকি বিজেপির পক্ষে রাজনৈতিক লভ্যাংশ সংগ্রহ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে ।’’