কলকাতা, 13 জানুয়ারি : আগে আত্মহত্যার পর উদ্ধার হত সুইসাইড নোট । এখন চিঠির পরিবর্তে মানুষ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছেন । সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম অন করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে (Live Stream Suicide) ৷ কিন্তু কেন এই প্রবণতা ? সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বকখালিতে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় এই প্রশ্ন আরও একবার সামনে এসেছে ৷ এই নিয়ে বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছিল ইটিভি ভারত ৷
কেপিসি মেডিক্যাল কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টের টিচিং ফ্যাকাল্টি ডাক্তার তীর্থঙ্কর গুহ ঠাকুরতা বলছেন, বর্তমান সমাজে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ অনেকটা ক্ষীণ হয়ে আসছে । ফলে যোগাযোগের একমাত্র মাধ্যম হল একমাত্র সোশ্যাল মিডিয়া । আর এই মাধ্যমকে কাজে লাগিয়েই মানুষ যখন নিজের আত্মহননের পথ বেছে নেন, তাতে বৃহৎ আকারে সেই মানুষ চেষ্টা করেন রাগের বহিঃপ্রকাশ ঘটাতে ৷ তাঁদের পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী তা জনসমক্ষে তুল ধরতে চায় মানুষ ৷ তাঁর মতে, "সোশ্যাল মিডিয়ায় আত্মহননের মাধ্যমে বিচার চেয়ে বেড়ায় মানুষ ৷ তাঁরা চায় বিষয়টি নিয়ে মানুষ আলোচনা করুক ৷"