পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Live Stream Suicide : সমবেদনা পাওয়ার আর্তি থেকেই বাড়ছে লাইভ স্ট্রিমিংয়ে আত্মহত্যার প্রবণতা, বলছে মনস্তত্ত্ববিদরা

সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বকখালিতে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় এই প্রশ্ন আরও একবার সামনে এসেছে (Live Stream Suicide) ৷ এই নিয়ে বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছিল ইটিভি ভারত ৷

By

Published : Jan 13, 2022, 7:59 PM IST

Suicide on Facebook Live
Suicide on Facebook Live

কলকাতা, 13 জানুয়ারি : আগে আত্মহত্যার পর উদ্ধার হত সুইসাইড নোট । এখন চিঠির পরিবর্তে মানুষ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছেন । সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম অন করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে (Live Stream Suicide) ৷ কিন্তু কেন এই প্রবণতা ? সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বকখালিতে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় এই প্রশ্ন আরও একবার সামনে এসেছে ৷ এই নিয়ে বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছিল ইটিভি ভারত ৷

কেপিসি মেডিক্যাল কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টের টিচিং ফ্যাকাল্টি ডাক্তার তীর্থঙ্কর গুহ ঠাকুরতা বলছেন, বর্তমান সমাজে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ অনেকটা ক্ষীণ হয়ে আসছে । ফলে যোগাযোগের একমাত্র মাধ্যম হল একমাত্র সোশ্যাল মিডিয়া । আর এই মাধ্যমকে কাজে লাগিয়েই মানুষ যখন নিজের আত্মহননের পথ বেছে নেন, তাতে বৃহৎ আকারে সেই মানুষ চেষ্টা করেন রাগের বহিঃপ্রকাশ ঘটাতে ৷ তাঁদের পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী তা জনসমক্ষে তুল ধরতে চায় মানুষ ৷ তাঁর মতে, "সোশ্যাল মিডিয়ায় আত্মহননের মাধ্যমে বিচার চেয়ে বেড়ায় মানুষ ৷ তাঁরা চায় বিষয়টি নিয়ে মানুষ আলোচনা করুক ৷"

আরও পড়ুন : TMC Youth Leader Suicide : ফেসবুকে বিদায়বার্তা জানিয়ে আত্মঘাতী তৃণমূল যুবনেতা

এমন ঘটনা এড়ানোর উপায় কী ? কেপিসি মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক বলছেন, "মানুষের একাকীত্ব বোধ কাটাতে হবে । ফেসবুকে যখনই কাউকে এমন পদক্ষেপ নিতে দেখবেন তখন তাঁকে নানা কথার মাধ্যমে আটকে রাখার চেষ্টা করতে হবে ৷ সেই সময়টার মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে হবে ৷"

এই বিষয়ে মনস্তত্ত্ববিদ ওমপ্রকাশ সিং বলেন, ‘‘আত্মহত্যার নানা কারণ থাকে । ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় জনসাধারণকে সাক্ষী রেখে কেউ আত্মহত্যা করছেন মানে সেই ব্যক্তি সমাজ থেকে বঞ্চিত । অবসাদও এর অন্যতম কারণ ৷ নিয়মিত চিকিৎসা হলে আত্মহননের এই প্রবণতা অনেকাংশে কমানো সম্ভব ।‘‘

ABOUT THE AUTHOR

...view details