কলকাতা, 15 জুলাই : এবার মাধ্যমিকের মেধাতালিকায় 84 জন পরীক্ষার্থী স্থান পেয়েছে । এবছরও মেধাতালিকায় জেলারই জয়জয়কার । অন্যান্য বছর কলকাতা থেকে এক বা দু'জন মেধাতালিকায় জায়গা করে নিলেও এবছর কলকাতার একটি স্কুলের পড়ুয়াও জায়গা করে নিতে পারেনি । কেন শহর কলকাতার কেউ মেধাতালিকায় স্থান পেল না ? এই প্রশ্নের উত্তরে গবেষণা করার পরামর্শ দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।
এবছর 694 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে পূর্ব বর্ধমানের অরিত্র পাল । দ্বিতীয় স্থানে বাঁকুড়ার সায়ন্তন গড়াই, পূর্ব বর্ধমানের অভীক দাস রয়েছে । তাদের প্রাপ্ত নম্বর 693 । 690 পেয়ে বাঁকুড়ার সৌম্য পাঠক তৃতীয় স্থানে রয়েছে । এভাবেই বিভিন্ন জেলা থেকে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মোট 84 জন রয়েছে । কিন্তু, কলকাতার একজনও নেই সেই তালিকায় । তবে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা । কিন্তু তারপরও কেন মেধাতালিকায় নেই কলকাতার একজন পড়ুয়াও ? কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "এই প্রশ্ন আপনারা প্রত্যেক বছরই করেন । টোটাল স্ট্যাটিসটিকস দেওয়া আছে । তা নিয়ে একটু গবেষণা করুন যে কী কারণে কলকাতা মেধাতালিকায় জায়গা পাচ্ছে না ।"
দেখুন কী বললেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কলকাতা থেকে এবছর 11 হাজার 670 জন ছাত্র ও 13 হাজার 333 জন ছাত্রী পরীক্ষায় বসেছিল । তাদের মধ্যে 11 হাজার 633 জন ছাত্র ও 13 হাজার 281 জন ছাত্রী সফল হয়েছে । কলকাতার মোট পাশের হার 91.07 শতাংশ । আজকের ফলপ্রকাশের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কলকাতার মেধা সম্পন্ন পড়ুয়ারা CBSE ও ICSE বোর্ডের স্কুলের দিকেই বেশি ঝুঁকছেন ? কল্যাণময়বাবু বলেন, "কলকাতার আশপাশে থাকা অনেক স্কুলের পড়ুয়া মেধাতালিকায় জায়গা করে নিয়েছে । কিন্তু, সেখানে পড়া পড়ুয়াদের বাড়ি হয়তো কলকাতায় । অনেকে আবার কলকাতায় থাকে । কিন্তু, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ভালো স্কুল বলে সেখানে পড়তে যায় । এবার সেখান থেকে তারা পাশ করলেও বলা হয় আমাদের কলকাতার ছেলে স্ট্যান্ড করতে পারল না । এরকম সমস্যাও তো হচ্ছে । সারা রাজ্য নিয়ে ফলপ্রকাশ হল । আমি নির্দিষ্ট একটি জায়গা নিয়ে আলোচনা করতে চাই না ।"
এবছর মেধাতালিকায় বাঁকুড়ার পড়ুয়াদের সংখ্যা বেশি । ওই জেলার 14 জন পড়ুয়া রয়েছে মেধাতালিকায় । তারপরই রয়েছে পূর্ব মেদিনীপুর । এই জেলার 9 জন স্থান করে নিয়েছে মেধাতালিকায় । দুই বর্ধমান মিলিয়ে 11 জন, মালদার 7 জন, উত্তর 24 পরগনার 4 জন, বীরভূমের 6 জন, মুর্শিদাবাদের 4 জন, দক্ষিণ দিনাজপুরের 2 জন, হুগলির 7 জন, পুরুলিয়ার 3 জন, হাওড়ার 3 জন, দক্ষিণ 24 পরগণার 6 জন, জলপাইগুড়ির 2 জন, দার্জিলিংয়ের 1 জন, উত্তর দিনাজপুরের 1 জন ও পশ্চিম মেদিনীপুরের 1 জন মেধা তালিকায় স্থান করে পেয়েছে ।
এই বছর আগামী বছরের পরীক্ষার দিন ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ । কবে থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ? কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে চলছি সেই পরিস্থিতি কবে কাটিয়ে উঠতে পারব তার উপরই নির্ভর করছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ।"