কলকাতা, 1 নভেম্বর:এনসিটিই-র বক্তব্যের পরেও কেন 2010 সালের আগে গ্র্যাজুয়েশন শেষ করা 50%-এর কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের চলতি প্রাথমিক টেট-এ (TET Case) আবেদন করতে দিচ্ছে না পর্ষদ ? এই প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল । সেই মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷
উল্লেখ্য, চলতি বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে টেট-এর জন্য আবেদন করার বিজ্ঞপ্তি জারি করেছে । 14 নভেম্বর আবেদনের শেষ তারিখ (Jobseekers not allowed to apply for TET)৷
2018 সাল থেকে এনসিটিই-র নিয়ম অনুযায়ী, স্নাতকে 50%-এর কম নম্বর পাওয়া বিএড প্রার্থীরা চাকরির আবেদন করতে পারবেন না । পরে একটি মামলায় এনসিটিই আদালতে হলফনামা দিয়ে জানায়, 2010 সালের আগে গ্র্যাজুয়েশন শেষ করা প্রার্থীদের জন্য এই নিয়ম ধার্য নয় । অর্থাৎ তাঁরা 50 শতাংশের কম নম্বর পেলেও আবেদন করতে পারবে ।