পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Tapas Saha: কেন গ্রেফতার হননি তাপস সাহা ? পুলিশের কাছে জানতে চাইলেন বিচারপতি মান্থা - কলকাতা হাইকোর্ট

তেহট্টের বিধায়ক তাপস সাহাকে এখনও কেন গ্রেফতার করা হয়নি, পুলিশের কাছে তা জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ৷

HC on Tapas Saha
বিচারপতি মান্থা

By

Published : Mar 30, 2023, 7:58 PM IST

কলকাতা, 30 মার্চ:নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে এখনও কেন গ্রেফতার করা হয়নি, পুলিশের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট । তাপস সাহার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার যে অভিযোগ রয়েছে, তার তদন্তের কেস ডাইরি ও হলফনামা দিয়ে তদন্তের ব্যাপারে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা । 10 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি । কেন তাপস সাহাকে আটক, জেরা বা গ্রেফতার করা হয়নি, তদন্তকারী অফিসারকে তা জানাতে হবে আদালতে ।

টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলায় ধৃত তিনজন জামিন পেয়ে যায় চার্জশিট সময়ে জমা না দেওয়ায় । দুর্নীতি দমন শাখার হাতে প্রবীর কয়লা, সুনীল মণ্ডল, শ্যামল কয়াল গ্রেফতার হয়েছিলেন । তদন্ত এগোতে থাকে । রহস্যজনকভাবে যথেষ্ট তথ্য প্রমাণ নথি থাকার পরেও মূল অভিযুক্ত তাপস সাহাকে পুলিশ গ্রেফতার করেনি । অন্যান্যরাও জামিন পেয়ে যান ।

বিচারপতি মান্থা এ দিন শুনানিতে বলেন, "সব কিছুর পরেও এটা স্পষ্ট, অভিযুক্ত বিধায়ক এখনও ছাড়া আছেন । আর দুটো এজেন্সি (সিবিআই, সিআইডি) কী করে একসঙ্গে একই ইস্যুতে তদন্ত করবে ?"

অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিচারপতির উদ্দেশে বলেন, সিবিআইয়ের তদন্ত হাতে নিতে আপত্তি নেই । আর রাজ্যের দায়িত্ব এমন দুর্নীতির অভিযোগ উঠলে সঠিক তদন্তের ব্যবস্থা করা । যদি তাই না হয় তাহলে হাইকোর্ট সেটা করতে পারে ।

আরও পড়ুন:আইনজীবী মুকুল রোহাতগির বিরুদ্ধে পালটা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি মান্থা এ দিনের শুনানির পর নির্দেশ দিয়েছেন, তদন্তের কেস ডাইরি ও হলফনামা দিয়ে তদন্তের ব্যাপারে জানাতে হবে রাজ্য সরকারকে । 10 এপ্রিল এই মমালার পরবর্তী শুনানি হবে । কেন তাপস সাহাকে আটক, জেরা বা গ্রেফতার করা হয়নি, তাও পরের শুনানিতে জানাতে হবে তদন্তকারী অফিসারকে ৷

দমকলে চাকরি দেওয়ার নাম করে তাপস সাহা-সহ আরও তিনজন মোট 16 কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ । যদিও গত শুনানির দিন তাপস সাহা আদালতে হাজির হয়ে সাংবাদিকদের জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details