কলকাতা, 7 এপ্রিল : ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হতে পারেন যে কেউ । কেন এমন হতে পারে । করোনা ভাইরাসের মিউটেশনের কারণে এমন হতে পারে, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? কী বলছেন চিকিৎসকরা?
ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ়ার ব্যবহার করার কথা বলা হচ্ছে সরকারি তরফে ৷ তেমনি অন্যদিকে করোনা ভ্যাকসিন 100 শতাংশ কার্যকরী, এমনটাও ঘোষণা করা হয়নি ৷ এমন পরিস্থিতিতে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, করোনার প্রতিষেধক নেওয়ার পরও এরাজ্যের অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৷
এবিষয়ে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধিকর্তা চিকিৎসক অমিতাভ নন্দী বলেন, "এখনও পর্যন্ত গবেষণা হয়নি ৷ ভ্যাকসিন নেওয়ার পরেও সংক্রমণ কেন হচ্ছে তার সঠিক তথ্য আমাদের কাছে নেই ৷ হয়তো এর কারণ হতে পারে প্রোটেক্টিভ ইমিউনিটি ৷ যেটা ভ্যাকসিনে যথাযথ নেই ৷"
তিনি আরও বলেন, "ইমিওজেনিক রেসপন্স আর প্রোটেক্টিভ ইমিউনিটি বিষয় দুটি আলাদা । ইমিউনিটি বলতে প্রোটেকটিভ কিংবা ড্যামেজিং ইমিউনিটি হতে পারে, যাকে আমরা অটো ইমিউনিটি বলি । এই দুই ইমিউনিটি ইমিওজেনিক রেসপন্সের মধ্যে রয়েছে । এছাড়া যেখানে ইমিউনিটির কোনও ছোঁয়া থাকে না, বরং তিন ধরনের রেসপন্স হয় যে কোনও অ্যান্টিজেনিক চ্যালেঞ্জের ক্ষেত্রে । আমাদেরকে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা ভ্যাকসিন নয়, সেটা ক্যানডিডেট ভ্যাকসিন ।"
আরও পড়ুন : নির্বাচন নয়, কোরোনায় সংক্রমণ-মৃত্যু নিয়ে ভাবুন, আর্জি চিকিৎসকদের
অমিতাভ নন্দী বলেন, "এই ক্যানডিডেট ভ্যাকসিনে প্রোটেকটিভ ইমিউনিটি পাওয়া যাচ্ছে কি না, সেটা আগে দেখতে হবে । পাওয়া গেলে, প্রোটেকটিভ ইমিউনিটি দেবে এই ক্যানডিডেট ভ্যাকসিন ।" তবে, ভ্যাকসিন নেওয়ার পর সংক্রমণের বিষয়ে কী বলছেন চিকিৎসক অমিতাভ নন্দী ! তাঁর কথায়, "এক, ভ্যাকসিনে প্রোটেকটিভ ইমিউনিটি ডেভেলপ করেনি । যে কারণে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা সংক্রমণের শিকার হতে হচ্ছে । দুই, এখন যে ভাইরাস এসেছে, তার স্ট্রেইন আলাদা, সেই স্ট্রেইনে সংক্রমণ ঘটছে । এবং, যে ভাইরাসের উপর এই ক্যানডিডেট ভ্যাকসিন তৈরি করা হয়েছে, তার জেনেটিক কম্পোজিশন এখনকার এই ভাইরাসের থেকে আলাদা । হতে পারে এই জন্য ইমিউনিটি দিচ্ছে না এই ভ্যাকসিন । তিন, ভ্যাকসিনের মাধ্যমে শরীরের মধ্যে জ্যান্ত ভাইরাস দেওয়া হচ্ছে । কিন্তু এই ভাইরাসের অসুখ তৈরির ক্ষমতা সুপ্ত করে রাখা হয়েছে । পোলিও-র ক্ষেত্রে আমরা দেখেছি, এই সুপ্ত অবস্থায় থাকা ভাইরাস শরীরের মধ্যে গিয়ে বেঁচে উঠতে পারে, ঘুম থেকে জেগে উঠতে পারে, যাকে বলে রিঅ্যাকটিভেশন । এর ফলে, তখন অসুস্থ হয়ে পড়তে পারে । এ সব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ।"
ভ্যাকসিনেসনের পর করোনা সংক্রমণ ঘটলেও, তা মাইল্ড হচ্ছে । এ কথা জানিয়ে চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "ভাইরাসের মিউটেশন হচ্ছে, এই কারণে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা সংক্রমণ ঘটতে দেখা যাচ্ছে ।" এই চিকিৎসক জানিয়েছেন, যে কোনও প্যানডেমিকে যখন সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ হয়, তখন তা মূলত মিউটেশনের কারণে হয় । আগামী বছর নতুন স্ট্রেইনের কারণে নতুন করে ভ্যাকসিন নিতেও হতে পারে ৷