পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta HC on VC Appointment: উপাচার্য নিয়োগের কমিটিতে কেন মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধি ? রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট - Calcutta High Court

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কমিটিতে কেন মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধি থাকবে, এই প্রশ্নে রাজ্য সরকারের কী বক্তব্য তা তিন সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta HC
Calcutta HC

By

Published : Jun 19, 2023, 2:30 PM IST

কলকাতা, 19 জুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত অর্ডিন্যান্সের বিষয়ে রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এর বিরুদ্ধে কোনও বক্তব্য থাকলে দু'সপ্তাহের মধ্যে জানাতে হবে মামলাকারীকে । 31 জুলাই ফের এই মামলার শুনানি হবে । ইতিমধ্যে রাজ্য সরকার সার্চ কমিটি নিয়ে কোনও পদক্ষেপ করলে মামলাকারীকে সঙ্গে সঙ্গে আদালতে তা জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত সোমবার বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে স্বজন-পোষণের কোনও জায়গা নেই । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুয়ায়ী উপাচার্য নিয়োগ করতে হয় । নিয়োগ সংক্রান্ত সার্চ (সিলেকশন) কমিটির সদস্যপদে রাজ্যের প্রতিনিধি বেশি (3) রাখা হয়েছে বেআইনি ভাবে । সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাধিক নির্দেশ উল্লেখ করে তিনি বলেন, কোনও রকম স্বজন-পোষণ যাতে না হয়, সেই কারণে রাজ্যের হস্তক্ষেপ মানা হয়নি । একজন নমিনি মুখ্যমন্ত্রীর, একজন উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যানের নমিনি রাখাটা বেআইনি ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, যাঁরাই কমিটির সদস্য পদে থাকুন না কেন, তাঁরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতির ভিত্তিতেই মনোনীত হন । পাশাপাশি রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়েই এখনও এই সংক্রান্ত সার্চ কমিটি তৈরি হয়নি বলে জানান তিনি । যদিও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর যুক্তি, উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় যৌথ তালিকাভুক্ত । ফলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কেন্দ্রের । কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্যপাল রাষ্ট্রপতির পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন ।

আরও পড়ুন:অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় প্রয়োজনে বেসরকারি আইনজীবী নিয়ে লড়ার নির্দেশ রাজভবনের

উল্লেখ্য, রাজ্য যে অর্ডিন্যান্স এনেছে তাতে সার্চ কমিটিতে পাঁচ জন সদস্য রাখা হয়েছে ৷ তার মধ্যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিনিধি । একজন উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যানের প্রতিনিধি । একজন চ্যান্সেলরের প্রতিনিধি । একজন ইউজিসি দফতরের প্রতিনিধি । মামলাকারীদের আপত্তি, কেন মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধি রাখা হবে কমিটিতে ?

রাজ্য সরকার উপাচার্য নিয়োগ সংক্রান্ত যে অর্ডিন্যান্স এনেছে, তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details