পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় বিস্ফোরণ হলেই নাশকতা দেখতে পান, BJP-কে পালটা তোপ ব্রাত্যর - সত্যেন্দ্রনাথ বোস

সুখেন্দুশেখর, চন্দ্রিমার মতোই এদিন শুরু থেকে "বহিরাগত" ইশুতে BJP-কে আক্রমণ করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু৷

ব্রাত্য বসু
ব্রাত্য বসু

By

Published : Nov 20, 2020, 5:54 PM IST

কলকাতা, 20 নভেম্বর : RSS-প্রধানের পদে এখনও পর্যন্ত কোনও বাঙালি ব্রাহ্মণ নেই কেন ? প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ব্রাত্য বসু৷ আজ সাংবাদিক বৈঠকের শুরু থেকেই কড়া ভাষায় BJP-কে আক্রমণ করেন তিনি৷ বিভিন্ন প্রসঙ্গে RSS-কে টেনে কটাক্ষও করেন৷

সুখেন্দুশেখর, চন্দ্রিমার মতোই এদিন শুরু থেকে "বহিরাগত" ইশুতে BJP-কে আক্রমণ করেন তৃণমূল নেতা৷ বিধানসভা নির্বাচনের জন্য BJP-র পঞ্চপাণ্ডব-কে দিয়ে দলীয় সংগঠন মজবুত করার উদ্যোগকে কটাক্ষ করেন তিনি৷ বলেন, "আপনারা বহিরাগত নিয়ে আমাদের নিয়ন্ত্রণ করবেন ? আমাদের জাতির কি এত বড় দুর্দশা এসে গেল !" এরপরই সাংবাদিক বৈঠক থেকে পালটা প্রশ্ন ছুড়ে দেন৷ তিনি বলেন, এমন একজন উত্তরপ্রদেশ বা গুজরাতের লোক দেখান যিনি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের দড়ি গলায় নিয়েছেন৷ বহিরাগতরা কি বাংলায় রাজনীতি চালাবেন ?

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি যেদিন ভাঙা হয় সেদিন ভাটপাড়ায় উল্লাস হয়েছিল৷ সত্যেন্দ্রনাথ বোস, জগদীশ বোসকে কেউ অপমান করলে আপনারা ছেড়ে দেবেন?" আমাদের রাজ্যে ধর্ম দেখে ভাগ করা হয় না৷ আমাদের উপর যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে তা ঠিক না৷ এরপরই সরাসরি BJP-র প্রথম সারির নেতার করা মন্তব্যের পালটা কটাক্ষ করে বলেন, "রবীন্দ্রনাথের জন্ম বোলপুরে বলা আর বাংলা দখল করা সম্ভব !"

গতকাল সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন রাজ্য BJP-র প্রথম সরির নেতারা৷ NIA তদন্তের দাবি জানান সৌমিত্র খাঁ৷ আজ সমস্ত অভিযোগের পালটা উত্তর দেন ব্রাত্য বসু৷ 2020 সালের 20 জুন গুজরাতের ভারুচে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের প্রসঙ্গ টেনে এনে ব্রাত্য বসু বলেন, ওইদিন ভারুচে বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছিল৷ আহত হয়েছিলেন কমপক্ষে 200 জন কর্মী৷ কিন্তু আমরা বলছি না যে সেখানে নাশকতা ঘটানো হয়েছে৷ কিন্তু বাংলায় বিস্ফোরণ হলেই নাশকতা দেখতে পান৷ আসলে পুরোটাই সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা৷

ABOUT THE AUTHOR

...view details