কলকাতা, 7 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল সুপ্রিয় । সরে দাঁড়াতে হচ্ছে দেবশ্রী চৌধুরীকেও । নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় আজ যে ব্যাপক রদবদল হল, তাতে কোপ পড়েছে দু'জনের উপরেই । নতুন করে চারজনকে সুযোগ দেওয়া হয়েছে । শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক । কিন্তু কেন হঠাৎ করে সরে দাঁড়াতে হচ্ছে বাবুল-দেবশ্রী?
রাজ্য রাজনীতির বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, এর উত্তর লুকিয়ে রয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে । দুই রাষ্ট্রমন্ত্রীর কেউই নাকি সেভাবে এঁটে উঠতে পারেননি তৃণমূলের বিরুদ্ধে । বাবুল তো নিজেই হেরেছেন টালিগঞ্জ থেকে । তিনি যেখানকার সাংসদ, সেই আসানসোলেও কার্যত ভরাডুবি হয়েছে এবারে । আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে মাত্র দু'টিতে জিতেছে বিজেপি । আসানসোল দক্ষিণ আর কুলটি । এই দুটি বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি পাঁচটির কোথাও মাথা গোঁজার ঠাই পায়নি বিজেপি । আর সম্ভবত সেই কারণেই কোপ পড়েছে বাবুলের ঘাড়ে ।