কলকাতা, 27 ডিসেম্বর: 2024-এর লোকসভা নির্বাচনকে (Lok Sabha Elections 2024) সামনে রেখেই বিরোধী ঐক্যে সলতে পাকাতে শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে সেই সময় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Odisha CM Naveen Patnaik) পরিচয় ছিল, তিনি বিজেপির (BJP) ‘বন্ধু’ মুখ্যমন্ত্রী ।
একদিকে যখন সমাজবাদী পার্টি, কংগ্রেস, শিবসেনা, তৃণমূল, আরজেডি মতো দলগুলি বিজেপিকে হটাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সেই সময় এসবের থেকে বরাবরই দূরে থেকেছেন বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ।
তবে তাঁর নতুন পদক্ষেপের জেরে হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে । আগামী বছর ওড়িশায় বসতে চলেছে হকি বিশ্বকাপের (Hockey World Cup 2023) আসর । এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানালেন তিনি । হঠাৎ আর সেই তালিকা থেকে ব্রাত্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা । আর সেখানেই শুরু হয়েছে জল্পনা ।
প্রসঙ্গত, যতদূর জানা যাচ্ছে নবীন পট্টনায়কের আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু । সূত্রের খবর, সেই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে । এতজন রাজনৈতিক নেতাদের মাঝে কোনও এক অজ্ঞাত কারণে বাদ রাখা হয়েছে বিজেপি নেতাদের নাম ।