পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীব কুমার স্থায়ী ডিজি হলে কী কী পেতে পারে রাজ্য পুলিশ - Bengal Police

Rajeev Kumar: রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার ৷ এর আগে তিনি পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ স্থায়ীভাবে তিনি দায়িত্ব পেলেন রাজ্য পুলিশে অনেক রদবদল আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Rajeev Kumar
Rajeev Kumar

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:31 PM IST

Updated : Dec 28, 2023, 6:12 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: ফের খবরের শিরোনামে রাজীব কুমার ৷ বছর পাঁচেক আগে কলকাতা পুলিশের নগরপালের পদ থেকে তাঁকে সিআইডি-র এডিজি হিসেবে বদলি করার পর থেকে সময় যত এগিয়েছে, ততই আড়ালে চলে গিয়েছেন এই আইপিএস ৷ বুধবার তাঁকে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপি করার সিদ্ধান্তে মন্ত্রিসভা সিলমোহর দেওয়ার পর, নতুন করে চর্চা শুরু হয়েছে রাজীব কুমারকে ৷

বিশেষ করে তিনি দায়িত্ব পেলে ঠিক পরিবর্তন হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ তাঁকে স্থায়ীভাবে এই পদে দায়িত্ব দেওয়া হয়, তাহলে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে দক্ষতা আগের তুলনায় অনেকটাই বাড়বে বলে অনেকে মনে করছেন ৷ বিশেষ করে যে সমস্ত তদন্ত মাঝপথে থমকে রয়েছে, সেগুলি আবার নতুন করে গতি পেতে পারে ৷

অন্যদিকে আইপিএস মহল বলছে যে সারদা কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া এই পুলিশ আধিকারিকের পেশাগত জীবনের অন্যতম বড় বিতর্ক ৷ কিন্তু তা বলে তাঁর পেশাগত দক্ষতাকে অস্বীকার করা যায় না ৷ কানপুর আইআইটি থেকে পাশ করা রাজীব কুমার 1989 ব্যাচের আইপিএস ৷ নাম প্রকাশের অনিচ্ছুক রাজ্য পুলিশের আধিকারিক বলেন, প্রযুক্তিগত থেকে রাজীব কুমার অন্যান্য আইপিএস আধিকারিকদের থেকে অনেক গুণে আলাদা । তাঁর সোর্স নেটওয়ার্ক অন্য অনেকের তুলনায় ভালো ৷

তাঁর কলকাতা পুলিশের নগরপাল ও এডিজি সিআইডি-র দায়িত্ব পালনের কথা তো এই প্রতিবেদনে আগেই উল্লেখ করা হয়েছে ৷ এছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ৷ তিনি বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাঁর হাতেই তৈরি ৷ গৌতমমোহন চক্রবর্তী যখন কলকাতার পুলিশ কমিশনার, সেই সময়ই তাঁকে এসটিএফ তৈরির দায়িত্ব দিয়েছিলেন ৷

আইপিএস মহলের মতে, অত্যন্ত দক্ষতার সঙ্গে ওই বাহিনী তৈরি করেছিলেন রাজীব কুমার ৷ বেছে নিয়েছিলেন দক্ষদের ৷ প্রশিক্ষিত করেছিলেন ৷ তার উদাহরণ গত কয়েকবছরে বহুবার মিলেছে ৷ বাংলা তথা ভিনরাজ্যে থেকে প্রায়ই জঙ্গি সন্দেহে অনেককেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ৷ পরে এই বাহিনীকে দেখেই পশ্চিমবঙ্গ পুলিশেও এসটিএফ তৈরি হয় ৷ এবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক হলেন রাজীব কুমার ৷

আরও পড়ুন:

পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা

Last Updated : Dec 28, 2023, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details