পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীব কুমার কোথায় ? জানতে নবান্নে গিয়ে চিঠি ধরাল CBI - কলকাতা

রাজীব কুমার কোথায় তা জানতে CBI অফিসাররা আজ নবান্নে চিঠি দিয়ে আসেন । সেগুলোর মধ্যে দুটি DGP-র জন্য । অন্য দুটি চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য ।

নবান্ন

By

Published : Sep 15, 2019, 7:12 PM IST

Updated : Sep 15, 2019, 10:30 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজীব কুমারের খোঁজে এবার নবান্নে গেল CBI । এমনটাই খবর সূত্রের । জানা গেছে, CBI অফিসাররা আজ চারটে চিঠি নিয়ে নবান্নে যান । তার মধ্যে দুটি চিঠি DGP-র জন্য । অন্য দুটি চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য । প্রাথমিকভাবে অবশ্য নবান্নর তরফে ছুটির দিনে চিঠি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DGP-র উদ্দেশে লেখা চিঠিগুলো রিসিভ করেন সংশ্লিষ্ট আধিকারিক । কিন্তু স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের চিঠি নবান্ন রিভিস করেনি বলে খবর ।

কিন্তু কী আছে ওই চিঠিতে?

রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন, তা জানাতে হয় উচ্চতর আধিকারিকদের । রাজীব কুমার CID-তে উচ্চপদে কর্মরত । তিনি ছুটিতে রয়েছেন বলে ইমেল-এ জানিয়েছিলেন CBI-কে । তাঁর খোঁজ মিলছে না বলে দাবি CBI-র । তাই CBI রাজীব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্র সচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হয় । সূত্র জানাচ্ছে, চিঠি দিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে ।

দেখুন ভিডিয়ো

ওয়াকিবহাল মহল বলছে, সিনিয়র IPS অফিসারের বিরুদ্ধে তদন্তে নেমে আঁটঘাট বেঁধে এগোতে চাইছে CBI । সেই কারণে আইনজীবীর পরামর্শ নিয়ে খুঁটিনাটি সব বিষয়ে নজর রাখছে তারা । যাতে আদালতে কোনওভাবেই তদন্তের ফাঁক প্রমাণ না করতে পারে বিরোধী পক্ষ । CBI অফিসাররা ভালোভাবেই জানেন, দুঁদে IPS অফিসার হিসেবে পরিচিত রাজীব কুমার আইনটা ভালই জানেন । তাঁর সঙ্গে আইনজীবী হিসেবে রয়েছেন মিলন মুখোপাধ্যায়ের মত সিনিয়র । তাই তদন্তে বিন্দুমাত্র ফাঁক পেলে সেটাকেই হাতিয়ার করতে চাইবেন রাজীব কুমার । এমনিতে সরকারিভাবে রাজীব কুমারকে পলাতক বলতে পারছে না CBI । কারণ তিনি নিজে ইমেল করে জানিয়েছেন ছুটিতে আছেন । তবে তাঁর খোঁজ মিলছে না বলে দাবি করছেন সিনিয়র অফিসাররা । তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি দিয়ে রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে মাস্টার স্ট্রোক দিতে চাইল CBI । এখন নবান্নের তরফে যদি জানানো হয়, রাজীব কুমার কোথায় আছেন, তবে সেখানে যেতে পারে CBI । আবার যদি জানানো না হয়, তবে CBI আদালতে বলবে সরকারের তরফে অসহযোগিতা জারি রয়েছে ।

Last Updated : Sep 15, 2019, 10:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details