পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"শ্রমিক স্পেশাল" চালু নিয়ে নির্দেশিকা আসেনি, জানাল পূর্ব রেল - lockdown

ভিনরাজ্য থেকে মানুষকে বাড়ি ফেরাতে কবে থেকে চালু হবে বিশেষ ট্রেন পরিষেবা ? সেই বিষয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও নির্দেশিকা আসেনি বলে জানালেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার ।

ট্রেন
ট্রেন

By

Published : May 1, 2020, 8:52 PM IST

কলকাতা, 1 মে : স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনেই ভিনরাজ্যে আটকে পড়াদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে । তবে কত দ্রুত ট্রেন পরিষেবা চালু হবে সেই বিষয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি । আজ একথা জানালেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার সুনিত শর্মা । শুধু ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিক নয়, পর্যটক, পড়ুয়া ও তীর্থযাত্রীদেরও বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । জানানো হয়েছে, বিশেষ ট্রেনের মাধ্যমে তাঁদের ঘরে ফেরানো হবে । তবে, কবে থেকে সেই পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও কোনও নির্দেশিকা দেওয়া হয়নি ।

রেল মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে রাজ্য সরকারগুলির বৈঠক হতে পারে বলে জানা গেছে । কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, বিশ্ব শ্রমিক দিবসে "শ্রমিক স্পেশাল" ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে কবে থেকে চালু হবে এই পরিষেবা তা এখনও জানানো হয়নি ।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষকে এই রাজ্যে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আগেই জানিয়েছেন, ভিনরাজ্যে আটকে পড়া মানুষকে ফেরাতে রাজ্য সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে । আইন অনুযায়ী, মানুষ যে রাজ্যে আটকে রয়েছে ও যে রাজ্যে ফিরতে চায়, সেই দুই রাজ্যকেই এই বিষয়ে উদ্যোগ নিতে হবে । যাদের ফেরানো হবে, তাদের একটি স্যানিটাইজ় করা বাসে করে রেল স্টেশনে নিয়ে আসা হবে । রেল ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে একজন পদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হবে । তিনি এই পুরো বিষয়টির উপর নজর রাখবেন ।

ট্রেনে ওঠার আগে তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা হবে । রিপোর্ট সন্তোষজনক হলেই ট্রেনে ওঠার অনুমতি পাবে তারা । যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক । ট্রেনে যাত্রার সময় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব মেনে তাদের বসার ব্যবস্থা করা হবে । যে রাজ্য থেকে তারা রওনা দেবে, সেই রাজ্যের তরফেই খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে । দূরপাল্লার যাত্রীদের যাত্রা পথেই খাবার পরিবেশন করা হবে । গন্তব্য স্টেশনে পৌঁছালে সেই রাজ্যের তরফে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে । প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তাদের আবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে । প্রয়োজনে তাদের কোয়ারানটিনেও পাঠানো হতে পারে । রেল সূত্রে খবর, যে বিশেষ ট্রেনগুলি এই কাজের জন্য চলবে সেগুলি হল- নাসিক-ভোপাল, জয়পুর-পাটনা, কোটা-হাতিয়া (ঝাড়খণ্ড)-সহ আরও কয়েকটি ট্রেন ।

ABOUT THE AUTHOR

...view details