পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন শুরু কবে ? উত্তর নেই কলকাতা পৌরনিগমের কাছে - FIRHAD HAKIM

18 বছরের উর্ধ্বে টিকাকরণ করার জন্য আরও বেশি সংখ্যায় টিকার প্রয়োজন । কেন্দ্র সরকার আরও বেশি সংখ্যায় টিকা পাঠালে তাহলেই টিকাকরণ সম্ভব । এদিনও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নিয়ে রাজনীতি না করে গোটা ভারতবর্ষের কথা ভাবা উচিত । গঙ্গা দিয়ে একের পর এক লাশ ভেসে আসছে । কেন্দ্র সরকার সেদিকে নজর দিক ।

18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন শুরু কবে
18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন শুরু কবে

By

Published : Jul 3, 2021, 7:43 PM IST

Updated : Jul 4, 2021, 4:18 PM IST

কলকাতা, ৩ জুলাই : করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ । আঠারো বছর বয়স থেকে করোনার টিকাকরণ বর্তমান পরিস্থিতিতে বিশ বাঁও জলে । 18 বছরের উর্ধ্বে টিকাকরণের ঘোষণার একমাস কেটে গিয়েছে । জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে করোনা ভ্যাকসিনের 18 বছরের উর্ধ্বে টিকাকরণ ঘোষণা করেছিল কেন্দ্র সরকার ৷ কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেও 18 বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু করতে পারবে না কলকাতা পৌরনিগম ।

পর্যাপ্ত পরিমাণে টিকা না থাকার জন্য টিকা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ।

টিকার সংকট এতটাই প্রবল হয়ে উঠেছে যে আগামী সোমবার থেকে কলকাতা শহরের স্বাভাবিক নিয়মে টিকাকরণ করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পৌর নিগমের প্রতিদিন 50 হাজার মানুষকে টিকাকরণ করার পরিকাঠামো রয়েছে । কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিনের অভাবে 30 হাজার মানুষকে প্রতিদিন টিকাকরণ করা হচ্ছে ।

আরও পড়ুন...কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা

এই মুহূর্তে রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগমের কাছে পর্যাপ্ত টিকা নেই । আজ ও আগামীকাল যদি কেন্দ্র থেকে আরও টিকা আসে তাহলে 45 উর্ধ্বদের স্বাভাবিক নিয়মেই সোমবার থেকে টিকাকরণ করা যাবে । 18 বছরের উর্ধ্বে টিকাকরণ করার জন্য আরও বেশি সংখ্যায় টিকার প্রয়োজন । কেন্দ্র সরকার আরও বেশি সংখ্যায় টিকা পাঠালে তবেই সম্ভব হবে টিকাকরণ । এদিনও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নিয়ে রাজনীতি না করে গোটা ভারতবর্ষের কথা ভাবা উচিত । গঙ্গা দিয়ে একের পর এক লাশ ভেসে আসছে । কেন্দ্র সরকার সেদিকে নজর দিক ।’’

Last Updated : Jul 4, 2021, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details