পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোয়াটসঅ্যাপের যোগাযোগে অস্ত্র কারবার রিজেন্ট পার্কে, গ্রেপ্তার 1 - বাঁশদ্রোণী

হোয়াটসঅ্যাপে অর্ডার অনুযায়ী অস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে । গোপন সূত্রে খবর পেয়ে সেই গ্যাংয়ের পরদা ফাঁস করল রিজেন্ট পার্ক থানার পুলিশ ।

রিজেন্ট পার্কে

By

Published : Sep 11, 2019, 10:39 AM IST

Updated : Sep 11, 2019, 11:09 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : নরেন্দ্রপুর, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক এলাকার একটা বড় অংশে চলছিল রমরমা কারবার । গজিয়ে উঠেছিল নতুন এক গ্যাং । কারবারের কুশীলবরা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে রাখত যোগাযোগ । হোয়াটসঅ্যাপেই আসত অর্ডার । সেই অনুযায়ী অস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে । গোপন সূত্রে খবর পেয়ে সেই গ্যাংয়ের পরদা ফাঁস করল রিজেন্ট পার্ক থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় সরকার নামে চক্রের এক সদস্যকে ।

পুলিশ সূত্রে খবর, চক্রটি প্রাথমিকভাবে সক্রিয় হয় নরেন্দ্রপুর এলাকায় । পরে তা ছড়িয়ে পড়তে শুরু করে গড়িয়া, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক, এমন কী হরিদেবপুর এলাকাতেও । ওইসব এলাকার ছোটো-বড় দুষ্কৃতীদের অস্ত্রের প্রয়োজন হলেই যোগাযোগ করা হত সঞ্জয় সরকারের সঙ্গে । মোবাইল ব্যবহারে তুখোড় 23 বছরের সঞ্জয় এই ব্যাপারে সরাসরি ফোনে কথা বলত না । কারণ তাতে ঝুঁকি আছে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে রাখতে হত যোগাযোগ । দিতে হত অর্ডার । তাহলেই পৌঁছে যেত অস্ত্র । চক্রটির খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই খোঁজ চলছিল সঞ্জয়ের । কিছুদিন আগে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেই সঞ্জয়ের কারবারের কথা জানতে পারে পুলিশ ।

সঞ্জয় সরকার

অবশেষে গতরাতে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হল সঞ্জয়কে । তার কাছে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ । ওই অস্ত্র কারবারিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ করছে পুলিশ । জানার চেষ্টা চলছে সঞ্জয় অস্ত্র পেত কোথা থেকে । কাদের সে অস্ত্র বিক্রি করেছিল । ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে ।

Last Updated : Sep 11, 2019, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details