কলকাতা, 7 মার্চ : পশ্চিমবঙ্গের গর্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন তাহলে আগামীদিনে পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে? " মুখ্যমন্ত্রীকে ঠিক এই ভাষায় আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি আরও বলেন, " বাংলার মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী বাংলার গর্ব হয়ে গেছেন ৷ "
পৌরসভা ভোটের আগে "বাংলার গর্ব মমতা " লেখা পোস্টারে ছেয়ে গেছে কলকাতার রাস্তা ৷ এই প্রসঙ্গে গতকাল সায়ন্তনবাবু বলেন, " আমাদের কেমন যেন একটা হ-য-ব-র-ল লাগছে । আমরা তো ছোটোবেলা থেকে জানতাম বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, কাজি নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু । এই সমস্ত মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব হয়ে গেছেন । কালের নিয়মে হয়তো অনেক কিছুই ঘটবে । বোঝাই যাচ্ছে ৷ "