কলকাতা, 15 নভেম্বর:কলকাতায় পরিবেশ দূষণ (Pollution in Kolkata) কোন পর্যায়ে ? তার কী প্রভাব পড়ে এই বিপুল জনসংখ্যার শহরবাসীর উপর । দূষণ রোধেই বা কলকাতা পৌরনিগম কোন পথে হাঁটছে, এই সবটাই এ বার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debasish Kumar)। শিশু দিবস উপলক্ষে ইউনেস্কোর আয়োজিত পরিবেশ সংক্রান্ত এক কর্মশালায় যোগ দেন তিনি । এ বার মিশরে সেই কর্মশালার আয়োজন করা হয়েছিল । সেখানেই এই বিষয় তুলে ধরেন কুমার ।
রাষ্ট্রসংঘের তরফে আয়োজিত এই পরিবেশ সম্মেলনে কলকাতার কথা, দূষণ চিত্র, নাগরিক জীবনে তার প্রভাব ও দূষণ ঠেকানোর পদক্ষেপ রাজ্য প্রশাসনের সহায়তা - সবটাই পুঙ্খানপুঙ্খভাবে তুলে ধরলেন দেবাশিস কুমার । মিশরের কায়রোতে সেই অনুষ্ঠানে যোগদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন স্ত্রী দেবযানী কুমার । আগামী প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য কী ধরনের পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকার, তার বর্ণনা দেন তিনি ।