কলকাতা, 29 ডিসেম্বর : কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন । তাঁর বক্তব্যের বিরোধিতা করতে এগিয়ে এসেছিলেন মঞ্চে উপস্থিত ইতিহাসবিদ ইরফান হাবিব । অভিযোগ, ইরফান হাবিবকে ঠেলে সরিয়ে দেন রাজ্যপালের এডিসি । গোটা ঘটনাটি নিয়ে আজ তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, যা হয়েছে, অন্যায় হয়েছে ।
ইরফান হাবিবের সঙ্গে যা হয়েছে, তা অন্যায় : পার্থ - কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে । ভারতের মানুষ অত বোকা নয় যে ইতিহাসকে বিকৃত করে যদি নতুন ইতিহাস কেউ লিখতে চায় ৷ ইতিহাস বিকৃত হলে সব ইতিহাসবিদরাই তার প্রতিবাদ করবেন ।"
আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত অন্যায় হয়েছে । ভারতের মানুষ অত বোকা নয় যে ইতিহাসকে বিকৃত করে যদি নতুন ইতিহাস কেউ লিখতে চায় ৷ ইতিহাস বিকৃত হলে সব ইতিহাসবিদরাই তার প্রতিবাদ করবেন ।"
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাতে' যুব সমাজের প্রশংসা করেন । সে বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কোনওদিন তো বলেননি । এখন বলতে শুরু করেছেন । এটাই তো আমাদের প্রাপ্তি ।" হেমন্ত সোরেনের শপথে যোগ দিতে ঝাড়খণ্ডে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সফরকে কটাক্ষ করেছে BJP । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, "সব বিরোধীদের একসঙ্গে করলেও BJP-র 303-এর ধারে কাছে পৌঁছাতে পারবেন না ।" এই বিষয়ে পার্থবাবু বলেন, "এটা গায়ক কাম নায়ক কাম সাংসদ তাঁর বক্তব্য । তিনি সংগ্রাম ছাড়া অনেক কিছুর সঙ্গেই যুক্ত আছেন ।"