পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃতের দেহ কোথায় ?  2 মাস পরেও জানে না পরিবার - কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল

17 জুলাই বছর 54-র এই ব‍্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে , এই তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । এদিকে , এই রোগীর মৃত্যুর পরে পরিবারের সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয় । মৃত এই রোগীর পরিজনদের তরফে অভিযোগ , কোয়ারানটিন পর্ব শেষ হওয়ার পরে তাঁরা তাঁদের প্রিয়জনের দেহের কী হল , সেই বিষয়ে জানার চেষ্টা শুরু করেন । অথচ, এখনও পযর্ন্ত এই বিষয়ে তাঁরা কিছু জানতে পারেননি ।

Kolkata
Kolkata

By

Published : Sep 15, 2020, 9:37 PM IST

কলকাতা , 15 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে তাঁদের প্রিয়জনের মৃত্যু হয়েছিল ৷ এ কথা জানেন পরিজনেরা । তবে, মৃত্যুর পরে তাঁদের এই প্রিয়জনের দেহের কী হল , সৎকার করা হয়েছে , নাকি মর্গেই পড়ে রয়েছে ? দুই মাস পরেও এই বিষয়ে এখনও জানতে পারেননি তাঁরা । এমনকী, প্রিয়জনের ডেথ সার্টিফিকেটও পাননি পরিজনেরা । কোরোনা পরিস্থিতির মধ্যে এবার এমনই এক অভিযোগ উঠল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।


জানা গিয়েছে , কোরোনায় মৃত এই রোগী দমদম এয়ারপোর্টের দুই নম্বর গেট এলাকার বাসিন্দা ৷ 17 জুলাই বছর 54-র এই ব‍্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে , এই তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । এদিকে , এই রোগীর মৃত্যুর পরে পরিবারের সদস্যদের কোয়ারানটিনে পাঠানো হয় । মৃত এই রোগীর পরিজনদের তরফে অভিযোগ , কোয়ারানটিন পর্ব শেষ হওয়ার পরে তাঁরা তাঁদের প্রিয়জনের দেহের কী হল , সেই বিষয়ে জানার চেষ্টা শুরু করেন । অথচ, এখনও পযর্ন্ত এই বিষয়ে তাঁরা কিছু জানতে পারেননি । মৃত এই রোগীর পরিজনদের তরফে জানানো হয়েছে , 17 জুলাই এই রোগীকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা জানিয়েছিলেন , এই রোগীর মৃত্যু হয়ে গিয়েছে । কোরোনায় মৃত্যু হওয়ায় রোগীর দেহ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেখে দেওয়া হয় । পরিবারের সদস্যদের পাঠানো হয় কোয়ারানটিনে ।

কোয়ারানটিন পর্ব শেষ হওয়ার পরে , কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে মৃত এই রোগীর ডেথ সার্টিফিকেট চান পরিজনরা । মৃত এই রোগীর দেহের সৎকার করা হয়েছে কি না, সেই বিষয়েও খোঁজ শুরু করেন । অভিযোগ, এর জন্য শ্মশান থেকে রোগীর তথ্য নিয়ে আসার কথা বলা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। এদি‌কে , পরিজনেরা জানতে পারেন , এই রোগীর যে নাম , সেই নামের কোনও কোরোনা রোগীর দেহ ওই শ্মশানে সৎকার করা হয়নি । ফের তাঁরা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান । কিন্তু কোনও উত্তর পাননি ৷ তাঁরা বউবাজার থানায়ও গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত মৃত এই রোগীর দেহের কী হল , সেই বিষয়ে তাঁরা এখনও পর্যন্ত কিছুই জানতে পারেননি ।

এই বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে, এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মৃত অবস্থায় ওই রোগীকে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । এই ধরনের ক্ষেত্রে মৃত রোগীর ময়নাতদন্ত করানো হয় । এবং, এই বিষয়টি দেখে পুলিশ । মৃত এই রোগীর দেহের কী হয়েছে , এই বিষয়ে পুলিশই বলতে পারবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details