কলকাতা, 23 জুন : আগেই ইঙ্গিত মিলেছিল । এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Commitee) চেয়ারম্যান হিসেবে মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy) । সম্প্রতি বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায় । যদিও দলত্যাগ করলেও তিনি এখনও খাতায়-কলমে বিজেপি (BJP) দলের সদস্য । তাই বুধবার বিজেপির হয়েই মনোনয়ন জমা দিলেন মুকুল ।
বিধানসভার যে চারটি কমিটিতে নির্বাচন হওয়ার কথা সেগুলিতে বুধবার দুপুর তিনটের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে । যদিও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থীদের নাম ইতিমধ্যেই বিধানসভার সচিবের কাছে জমা দেওয়া হয়েছে । একইভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য প্রার্থীদের নাম জমা দেওয়া হয়েছে । এক্ষেত্রে যদি দেখা যায় দু পক্ষ মিলিয়ে কুড়ি জনের বেশি এই কমিটির জন্য মনোনয়ন জমা করেছেন সেক্ষেত্রে নির্বাচন হবে । আর যদি দেখা যায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য কুড়ি জনের নাম জমা পড়েছে সেক্ষেত্রে কোন ভোটাভুটির প্রয়োজন পড়বে না ।