রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস - kolkata
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনি, রবিবার প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ।
কলকাতা, 23 এপ্রিল : রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে । এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের মূলত চার জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যের সব জেলায় । বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ , পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ । গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমেছে । 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% ও সর্বনিম্ন 62 % ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ছত্তিশগড় থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । অক্ষরেখাটি ওড়িশা ,ছত্তিশগড়, তেলাঙ্গানা, তামিলনাড়ুর উপর দিয়ে গেছে । এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । ফলে এই রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । তাই সপ্তাহজুড়েই ঝড়-বৃষ্টি চলবে। উত্তর, পশ্চিম ভারতে ফের আবার একটি পশ্চিমী ঝঞ্জা আসতে চলেছে । এর প্রভাবে হিমাচলপ্রদেশ, উত্তরাখাণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপ অক্ষরেখার জন্য দক্ষিণ ভারতের আগামী 5-6 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে বেশি । এছাড়াও অসম, মেঘালয়, মণিপুর, মিজো়রাম , নাগাল্যান্ড, ত্রিপুরাতেও তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।