কলকাতা, 29 নভেম্বর : প্রাতঃভ্রমণে বেরিয়ে কুয়াশার দাপট বুঝতে পারছেন অনেকেই ৷ ভাবছেন খুব শিগগিরই জাঁকিয়ে শীত পড়বে ৷ কিন্তু আলিপুর আবহাওয়া অফিস বলছে এই ঘন কুয়াশার চাদরে শীতের পূর্বাভাস নেই আপাতত (West Bengal Weather Update) ৷ সোমবার সকাল থেকে অন্যদিনের মতো শিরশরানি ভাবটুকুও উধাও কলকাতা থেকে ৷
আজ সপ্তাহের প্রথম দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ থাকবে রোদ ঝলমলে । সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । তবে এই আবহাওয়ার পিছনে রয়েছে নিম্নচাপ ৷ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ঘনীভূত নিম্নচাপের ফলে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে । যার জেরে বৃষ্টির পূর্বাভাসও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।