পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : 'লু' বইবে পশ্চিমাংশের জেলাগুলিতে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা - উত্তরে ছিটেফোঁটা বৃষ্টি

গ্রীষ্মের শুরুতেই বঙ্গবাসীর নাজেহাল অবস্থা ৷ কড়া রোদে, ভ্যাপসা অস্বস্তিকর গরমে বাঙালির প্রাণ একেবারে যাই যাই অবস্থা ৷ তারমধ্যে নেই কোনও কালবৈশাখীর খবর, নেই বৃষ্টি ৷ তবে উত্তর বঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস ( West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
উত্তরে ছিটেফোঁটা বৃষ্টি, দক্ষিণে গরম

By

Published : Mar 31, 2022, 7:14 AM IST

কলকাতা, 31 মার্চ :চলতি বছরের মার্চ মাসে গরম তার দাপট অব্যাহত রাখলেও 2006 সালের পর্যায়ে যায়নি । এমনকি মার্চের গরমের সর্বোচ্চ স্কোরের তালিকায় এ বছরের স্থান তিন নম্বরে ।পরিসংখ্যানের দিকটি বাদ দিয়ে অনুভূতির কথা ধরলে বলতেই হবে মার্চে বঙ্গে ভ্যাপসা গরম (West Bengal Weather Update)। আলিপুরের হাওয়া অফিস বলছে এই অস্বস্তির পিছনে আপেক্ষিক আদ্রতা নেপথ্যের কারিগর। চলতি মাসের শুরুতে আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় বঙ্গে গরম ছিল শুষ্ক । এরপরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে আদ্রতা জনিত অস্বস্তি বাড়িয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন, আগামী পনেরো দিন গরমের টি টোয়েন্টি মার্কা ব্যাটিং দক্ষিণবঙ্গে চলবে ।

পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ এই জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে ৷ আগামী কয়েকটা দিনে বাংলা, দিল্লি সহ বেশ কিছু রাজ্যে লু বইবে ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও বাকি অংশ শুকনো থাকবে । এবারের মার্চে তাপমাত্রার সর্বোচ্চ স্কোর 36.7 ডিগ্রি সেলসিয়াস । মার্চ মাসেই গরমের তাপমাত্রার এই পারফরম্যান্স নতুন নয় । বরং অতীতে মার্চে তাপমাত্রার বড় ইনিংস রয়েছে । 2006 সালে 40.6 ডিগ্রিতে পৌঁছেছিল মার্চের গরমের তাপমাত্রা । 2016 সালে 39.8 ডিগ্রি, 2010 সালে মার্চের গরমের সর্বোচ্চ স্কোর ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস ৷ 2014, 2019 এবং 2021 এই তিনটি বছরে মার্চের গরমের সর্বোচ্চ স্কোর ছিল 39.3 ডিগ্রি সেলসিয়াস ।

আরও পড়ুন :প্রেম ফিরে পাওয়ার জন্য কী কী করবেন, ঝটপট জেনে নিন রাশিফলে...

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বৃদ্ধি পেয়ে 33.9 ডিগ্রি সেলসিয়াসে স্পর্শ করেছে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেড়ে 26.8 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে । বৃহষ্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা । আজ কলকাতার দিনেরবেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details