কলকাতা, 12 জানুয়ারি: মেলা থেকে খেলা যেকোনও উৎসবের ত্রিবেনী সঙ্গম ধর্মতলা থেকে বাবুঘাট চত্ত্বর । ইডেনে আর্ন্তজাতিক ক্রিকেটের আসর বসলে সম্পূর্ণ চত্ত্বরটাই ক্রিকেটপ্রেমীদের দখলে চলে যায় । এই বছর ছবিটা ভিন্ন । ক্রিকেট ভক্তদের একাধিপত্যে ভাগ বসিয়েছে গঙ্গাসাগর মেলায় যাওয়া পুণ্যার্থীদের ঢল (Gangasagar Mela) । ময়দানে বাঁশের ব্যারিকেড পড়েছে তা পুণ্যার্থীদের বিভিন্ন ক্যাম্পের জন্য । মেলা খেলার আবহে বাধ সাধছে ঘন কুয়াশা এবং শিশির । গঙ্গার হাওয়া সঙ্গে কুয়াশা শিশিরের ত্রাহ্যস্পর্শে মনে হতেই পারে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে । কিন্তু বাস্তবটা উলটো।
কলকাতায় কমল ঠান্ডার দাপট । তবে জেলাগুলিতে ঠান্ডা একইরকম থাকবে । আগামী 48 ঘণ্টা পর থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা ৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস । মকর সংক্রান্তি এলেই সাধারণত শীত খানিকটা থিতু হয়ে যায় রাজ্যে । জেলার দিকে তাপমাত্রা কম থাকলেও কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পায় । আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই । তবে 13 থেকে 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে । হাওয়া অফিস আরও জানিয়েছে, 14-15 তারিখ সামান্য চড়বে পারদ । আগামী 14 জানুয়ারি পর্যন্ত মকর সংক্রান্তির দিন কলকাতা-সহ দুই বঙ্গের রাতের তাপমাত্রা সাময়িকভাবে 15 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠার সম্ভাবনা থাকছে । দক্ষিণবঙ্গে বর্তমানে মুহূর্তে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই (No Rain Possibility Forecast) । ইতিমধ্যে চলছে গঙ্গাসাগর মেলা । প্রচুর তীর্থযাত্রীর আগমন হয়েছে ।