কলকাতা, 4 ডিসেম্বর : কোথায় শীত ? কুয়াশামাখা সকালে অল্প হলেও ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছিল ৷ শনিবার সকাল থেকে সেটুকুও উধাও ৷ হওয়াটাই স্বাভাবিক ৷ কারণ শীতের আমেজ দূরে ঠেলে এ রাজ্যের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ । ত্রস্ত উপকূলবাসী । চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালেও । আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ আজ সকালে উপস্থিত হবে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে । পাঁচ তারিখ পৌঁছাবে পুরী। তারপরই বাংলামুখী হবে জাওয়াদ (Cyclone Jawad) ।
আজ সকাল থেকেই মহানগরীর আকাশের মুখ ভার (West Bengal Weather Update) । সকাল 10টা নাগাদ বৃষ্টি শুরু হয় ৷ শুক্রবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ছিল পরিষ্কার ৷ আজ আকাশের পরিবর্তে মেঘের ঘনঘটা । বাতাস বইছে না । সব দিক থেকেই যেন ঝড়ের আগের স্তব্ধতা । ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে । আজ উপকূলবর্তী প্রত্যেকটি জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর জুড়ে । ভারী বৃষ্টি হবে হাওড়া, ঝাড়গ্রাম সহ দুই 24 পরগনায় ।