পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : পুরী হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা জাওয়াদের, কলকাতায় শুরু বৃষ্টি

আজ সকাল থেকেই মহানগরীর আকাশের মুখ ভার । সকাল 10টা নাগাদ বৃষ্টি শুরু হয় ৷ শুক্রবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ছিল পরিষ্কার ৷ আজ আকাশের পরিবর্তে মেঘের ঘনঘটা (West Bengal Weather Update)।

Bengal Weather
পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর

By

Published : Dec 4, 2021, 8:30 AM IST

Updated : Dec 4, 2021, 10:36 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর : কোথায় শীত ? কুয়াশামাখা সকালে অল্প হলেও ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছিল ৷ শনিবার সকাল থেকে সেটুকুও উধাও ৷ হওয়াটাই স্বাভাবিক ৷ কারণ শীতের আমেজ দূরে ঠেলে এ রাজ্যের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ । ত্রস্ত উপকূলবাসী । চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালেও । আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ আজ সকালে উপস্থিত হবে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে । পাঁচ তারিখ পৌঁছাবে পুরী। তারপরই বাংলামুখী হবে জাওয়াদ (Cyclone Jawad) ।

আজ সকাল থেকেই মহানগরীর আকাশের মুখ ভার (West Bengal Weather Update) । সকাল 10টা নাগাদ বৃষ্টি শুরু হয় ৷ শুক্রবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ছিল পরিষ্কার ৷ আজ আকাশের পরিবর্তে মেঘের ঘনঘটা । বাতাস বইছে না । সব দিক থেকেই যেন ঝড়ের আগের স্তব্ধতা । ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে । আজ উপকূলবর্তী প্রত্যেকটি জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর জুড়ে । ভারী বৃষ্টি হবে হাওড়া, ঝাড়গ্রাম সহ দুই 24 পরগনায় ।

আরও পড়ুন : Cyclone Jawad : আজই অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ, উপকূলের জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে (effect of cyclone jawad in bengal )। পরদিন বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই 24 পরগনায় । আজ বিকেল থেকেই ঘূর্ণিঝড়ের রেশ মালুম পাবেন জেলার মানুষ । বিকেল থেকে বাড়বে সাগরের উপরে হাওয়ার গতি । ডাঙায় হাওয়ার গতি আজ থেকেই বাড়বে । আর সোমবার অর্থাৎ 6 ডিসেম্বর কলকাতা সহ হাওড়া, হুগলিতে হাওয়া বইবে 30 কিমি বেগে ।

Last Updated : Dec 4, 2021, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details