কলকাতা, 28 ডিসেম্বর : ভোরের দিকে ঘন কুয়াশা । বেলা বাড়লেও আংশিক মেঘলা আকাশ থাকবে । পৌষের শীতে শ্রাবণের আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস ৷ ঠাণ্ডার আমেজে সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (West Bengal Weather Update) ।
দিন যত এগোচ্ছে বর্ষশেষের সপ্তাহে শীতের আমেজ নয় উষ্ণতার অস্বস্তি, বৃষ্টি ভেজার সম্ভাবনা । সোমবার কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 97% এবং 54% ৷