কলকাতা, 3 এপ্রিল :চৈত্র মাসে বৃষ্টির সর্বনাশ । গত একমাস শুখা যাওয়ার পরে বেলাশেষের চৈত্র যেন বৃষ্টি নিয়ে এপ্রিল ফুল বানিয়েই চলেছে । বিশেষ করে দক্ষিণবঙ্গে তো বটেই । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস পূর্বাভাসে দক্ষিণবঙ্গের জন্য কোনও খুশির খবর শোনাতেই পারলেন না (West Bengal Weather Update)।
তিনি বলেছেন, "আগামী চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলোতে এবং পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে । তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই । পশ্চিমের জেলাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা চলছে, তার থেকে বেশি পারদ চড়ার ইঙ্গিত নেই ।" তিনি আরও বলেন, "মধ্য ভারতে একটি উচ্চচাপ বলয় রয়েছে । তবে তাতে বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই । আবহাওয়ার যে সিস্টেম এখন বর্তমান তা সবই উল্টো ৷ সেগুলো বৃষ্টির অনুকূল নয় । তাই মার্চ মাস চলে গেলেও এপ্রিল মাসের শুরুতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।" শুধুমাত্র উত্তরবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও সিকিমে হালকা বৃষ্টি হতে পারে ।