কলকাতা, 8 জানুয়ারি:ক্য়ালেন্ডারের পাতায় পৌষ মাস ৷ কিন্ত দেখা নেই কনকনে ঠান্ডার ৷ শীত-বিলাসীদের মনে প্রশ্ন পৌষ সংক্রান্তিতে কি শীত ফিরবে? হাওয়া অফিস ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে, বর্তমানে শীত না থাকলেও পৌষ সংক্রান্তিতে ফিরতে পারে ঠান্ডা ৷ তবে আপাতত 10 জানুয়ারি বুধবার পর্যন্ত আগের মতোই ঠান্ডা থাকবে ৷ এমনটাই পূর্বাভাস মিলেছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
মরশুমের শুরুতে শীত জোর কদমে ব্য়টিং করলেও, এখন সেভাবে দেখা নেই কেন ? দেশের অন্যান্য অঞ্চলে শীত তো এত 'উষ্ণ' নয়। তবে বঙ্গবাসী কেন বঞ্চিত শীতের আমেজ থেকে ৷ সেই প্রসঙ্গেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে শীতের খেলা চলছে জোর কদমে ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রত্যক্ষ উপস্থিতির কারণে শীতের দেখা মিলছে ৷ দিনভর কনকনে ঠান্ডার আমেজ থেকে যাচ্ছে ৷ কিন্তু ভৌগলিক অবস্থানের কারণে পূর্ব-ভারত ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত হচ্ছে ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে ৷ পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলেই উত্তুরে হাওয়া প্রবেশে করবে ৷ আর ঠান্ডাও ফিরবে পূর্বভারতে । সেই ঠান্ডার আমেজ পেতে গেলে অপেক্ষা করতে হবে উত্তুরে হাওয়া প্রবেশের ৷